নিজস্ব প্রতিবেদন: রণবীরের পরিবারের সঙ্গে আলিয়ার নিউ ইয়র্কে ছুটি কাটানো ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিউ ইয়র্কের আলিয়াকে জিন্স-সোয়েটার টপের সঙ্গে একটি জ্যাকেট পরে হাঁটতে দেখা গেছে। আর তার পায়ে ছিল হাঁটু পর্যন্ত লম্বা লেদার জুতো। আলিয়ার এই স্ট্রিট স্টাইল লুক বেশ পছন্দ হয়েছে তাঁর ভক্তদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে আলিয়া যে প্যাডেড জ্যাকেটটি পরেছিলেন সেই জ্যাকেটটি কোন ব্র্যান্ডের আর এর দাম কত শুনলে হয়ত অনেকেই আঁতকে উঠবেন। আলিয়া যে জ্যাকেটটি পরেছিলেন সেটি ফেন্ডি ব্র্যান্ডের। যেটির দাম ২,১১৯ মার্কিন ডলার। যার দাম ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ১ লক্ষ ৪৭ হাজার ৩৬৬ টাকা। কী চমকে উঠলেন তো? চমকে যাওয়ায়ই স্বাভাবিক।


আরও পড়ুন-স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত জয়া আহসান?



আরও পড়ুন-৪০ এও ফিট, অস্টিওআর্থারাইটিস থেকে কীভাবে মুক্তি পেয়েছেন জানালেন বিপাশা



আলিয়া তাঁর এই ছবিটা পোস্ট করেই নতুন বছরকে স্বাগত জানিয়েছিলেন। প্রসঙ্গত আলিয়া আপাতত 'গলি বয়'-এর শ্যুটিং শেষ করে তাঁর আগামী ছবি 'কলঙ্ক'-এর শ্যুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি রণবীর কাপুরের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র' ছবির কাজও চালিয়ে যাচ্ছেন আলিয়া।


আরও পড়ুন-'রক্ত রহস্য'-তে কোয়েলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন সৌকর্য ঘোষাল