ওয়েব ডেস্ক: ৮৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে চাঁদের হাট। এবারের অস্কারে অন্যতম আকর্ষণ ছিল রেড কার্পেটে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের একত্রিত হওয়া। ১৯৯৮ সালে শেষবারে রেড কার্পেটে একসঙ্গে হেঁটেছিলেন টাইট্যানিক ছবির নায়ক-নায়িকা কেট এবং লিও। দ্য রেভেন্যান্ট ছবির জন্য এবছর সেরা অভিনেতার জন্য মনোনিত লিওনার্দো। এই নিয়ে মোট ছবার অস্কারে মনোনিত একচল্লিশ বছরের ডি ক্যাপ্রিও। স্টিভ জোবস ছবির জন্য সেরা সহ-অভিনেত্রী বিভাগে মনোনিত হন কেট উইন্সলেট। তবে এবছর তাঁকে টেক্কা দিলেন অ্যালিসিয়া ভিকান্দার। দ্য ডেনিশ গার্ল ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সাতাশ বছরের এই সুইডিশ অভিনেত্রী।