জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট ছেলের বিয়েতে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন ধনকুবের মুকেশ আম্বানী (Mukesh Ambani) ও নীতা আম্বানী (Nita Ambani)। শুক্রবার মুম্বইয়ে সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানী (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। ইতোমধ্যেই আকাশ ছুঁয়েছে মুম্বইয়ে হোটেলের দাম। ১ লক্ষের হোটেল স্যুটের দাম ছুঁয়েছে ৫ লক্ষ। সারা বিশ্ব থেকে আসছেন আমন্ত্রিতরা। এবার সেই আমন্ত্রিতদের বিয়ে বাড়ি নিয়ে আসার জন্য ভাড়া করা হয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল প্লেন ফ্যালকন ২০০০। এছাড়াও থাকছে শতাধিক প্রাইভেট জেট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Anant Ambani-Radhika Merchant's Haldi: অনন্ত-রাধিকার গায়ে হলুদ! কয়েকহাজার টগর আর ৯০ গাঁদা দিয়ে তৈরি হল কনের পোশাক-গয়না...


এয়ার চাটার্ড কোম্পানির সিইও রঞ্জন মেহেরা জানান যে তাঁর কোম্পানির থেকে ৩টি বিলাসবহুল ফ্যালকন ২০০০ জেট ভাড়া করেছেন আম্বানীরা। এছাড়াও রয়েছে শতাধিক প্রাইভেট জেট। তিনি আরও জানান যে 'দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা আসছেন। প্রতিটি জেটই সারা দেশ জুড়ে একাধিকবার যাতায়াত করবে।' 


আরও পড়ুন- Rakhi Sawant: অস্ত্রোপচারের পর মা হওয়ার ক্ষমতা হারান রাখি, খবর পেয়ে ভেঙে পড়েন অভিনেত্রী...


বান্দ্রা কুর্লা সেন্টারে অবস্থিত জিও ওয়ার্ল্ড সেন্টারে বসবে বিয়ের আসর। ১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত দুপুর ১ টা থেকে রাত ১২টা অবধি ওই এলাকার সমস্ত রাস্তা বন্ধ থাকবে। শুধুমাত্র বিয়ে বাড়ির গাড়িই যেতে পারবে ওই রাস্তা দিয়ে। ইতোমধ্যেই ট্রাফিক পুলিস জারি করেছে বিবৃতি। কারণ ১২ তারিখ বিয়ের পর ১৩ তারিখ থাকছে শুভ আশীর্বাদ ও ১৪ তারিখ থাকবে একটি রিপেসশন পার্টি। ইতোমধ্যেই ওই এলাকার ট্রাফিক কমিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকা আলো ও লাল ফুলে সাজানো হয়েছে। অ্যান্টিলা ও তার পাশের রাস্তা সাজানো হয়েছে হলুদ আলো ও গাঁদা ফুলে। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)