সুদেষ্ণা পাল


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"অস্কারে যাওয়া উচিত 'দঙ্গল'-এর। অসাধারণ সিনেমা। শব্দ দিয়ে এই সিনেমার ঠিকঠাক ব্যাখ্যা করা সম্ভব নয়। আমির খান চ্যাম্পিয়ন। থাম্বস আপ!"


"তুমি সান্টা ক্লসে বিশ্বাস না-ই রাখতে পার। কিন্তু আমির খানে বিশ্বাস রেখ!"


"দঙ্গল দেখলাম। অসাধারণ। এবছরের শ্রেষ্ঠ ছবি।"


"দঙ্গলকে পাঁচে ফুলমার্কস।"


"দঙ্গল! দুর্ধর্ষ একটা জার্নি।"


"দঙ্গল অন্যমাত্রার ছবি। এরকম ছবি কখনও বানানো হয়নি। পাঁচে পাঁচ।"


"দুবাইতে দঙ্গল! কী ছবি! আমির অসাধারণ। শ্রেষ্ঠ ভারতীয় স্পোর্টস মুভি।"....................


এটাই হল 'দঙ্গল' ঝড়! প্রথমদিনেই বক্স অফিস কাঁপিয়ে দিল আমির খানের 'দঙ্গল'। ছবির ট্রেলর মুক্তি পেতেই বোঝা গিয়েছিল পরিচালক নীতেশ তিওয়ারির পরিচালনায় এবার দুদিন আগেই আসতে চলেছে খ্রিস্টমাস! সৌজন্যে আমির 'মহাবীর সিং ভোগত' খান। যাকে 'সান্টা আমির' বললেও ভুল হয় না বলে দাবি করেছেন টুইটারেত্তিরা।


কুস্তিগীর মহাবীর সিং ভোগতের জীবনের উপর আধারিত গল্প 'দঙ্গল'। কীভাবে নিজের দুই মেয়ে গীতা ও ববিতাকে কড়া প্রশিক্ষণের মধ্য দিয়ে কুস্তিতে চ্যাম্পিয়ন করে তুললেন এক বাবা, সেই গল্প 'দঙ্গল'। একথা সবার জানা। যেটা জানা নেই, সেটা হল 'দঙ্গল' হচ্ছে একজন ক্রীড়াবিদের সততা, পরিশ্রম ও আত্মত্যাগের গল্প। যার প্রতিটি মুহূর্ত মূর্ত হয়েছে আমির খানের অসামান্য অভিনয়ের মধ্যে দিয়ে। গীতার ভূমিকায় ফতিমা সানা শেখ ও ববিতার ভূমিকায় সান্যা মালহোত্রাও অসাধারণ। 'স্পোর্টসম্যানশিপে'র মূলমন্ত্রই হচ্ছে 'টিমগেম'। আর একজন স্পোর্টস পার্সোনালিটিকে নিয়ে যখন সিনেমা, তখন গোটা টিমই যে ভালো পারফর্ম করতে ঝাঁপাবে, সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।



মিস্টার পারফেকশনিস্ট আমিরকে নতুন করে মূল্যায়ন করারও কিছু নেই। 'পিকে'র অ্যালিয়েন হোক, 'থ্রি ইডিয়টস'-এর 'আল ইজ ওয়েল' অবাধ্য ছাত্রটিই হোক, কিংবা 'তারে জমিন পার'-এর ড্রয়িং টিচারই হোক। প্রত্যেকটা সিনেমায় তিনি যেন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এক অজানা আমিরকে 'এক্সপ্লোর' করছেন। 'দঙ্গল'-এর জারি থাকল সেই জার্নি।


আরও পড়ুন, 'দঙ্গল'-এর জন্য পারফেকশনিস্ট আমিরের তাক লাগানো 'ফ্যাট টু ফিট'