নিজস্ব প্রতিবেদন: বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যস্ত কর্মসূচির মধ্যেই রয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। সব ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ায় অমিত শাহর উপস্থিতিতে নৃত্য পরিবেশন করবেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) স্ত্রী তথা ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচীর পর শুক্রবার সন্ধেবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবেন অমিত শাহ (Amit Shah)। সেখানেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর বিশিষ্টজনদের সঙ্গে দেখা করার কথা রয়েছে শাহের। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এই অনুষ্ঠানেই বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্য পরিবেশন করবেন। সূত্রের খবর শাহর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankar)। ইউনেস্কোর হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার দুর্গাপুজো, তারই উদযাপনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


ডোনা গঙ্গোপাধ্যায় জি ২৪ ঘণ্টাকে জানান, 'আমাদের দুর্গার উপরেই পারফর্ম করার কথা বলা হয়েছে। আমরা নবদুর্গা থিমেই পারফর্ম করব। দুর্গাপুজো যে ইউনেস্কোর হেরিটেজ লিস্টে জায়গা করে নিয়েছে, সেটাই সেলিব্রেট করা হচ্ছে। তাই দুর্গা নিয়েই আমরা পারফর্ম করছি। এই অনুষ্ঠানটি দু-তিন সপ্তাহ আগে হওয়ার কথা ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও EZCC-এর ডিরেক্টর গৌরী বসু আমাদের সঙ্গে যোগাযোগ করেন তখন, কিন্তু সেটা পিছিয়ে আগামীকাল ধার্য হয়েছে।'



আরও পড়ুন-Raj Chakraborty: 'মনুষ্যত্বই আমার ধর্ম, কাউকে কৈফিয়ত দেব না', ইদে টুপি পরায় কটাক্ষ, জবাব দিলেন রাজ চক্রবর্তী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)