EXPLAINED | Robin Uthappa: ধোনির বিশ্বজয়ী দলের নক্ষত্র, করলেন পিএফের বিপুল টাকা তছরুপ! জারি গ্রেফতারি পরোয়ানা

Robin Uthappa Faces Arrest Warrant: রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল, কিন্তু কেন? 

Dec 21, 2024, 14:20 PM IST
1/5

গ্রেফতারি পরোয়ানা জারি হল রবিন উথাপ্পার!

Robin Uthappa Faces Arrest Warrant

খবরের শিরোনামে ২০০৭ সালের এমএস ধোনির টি-২০ বিশ্বকাপজয়ী দলের নক্ষত্র ক্রিকেটার। শনি দুপুরে ভারতীয় ক্রিকেট তোলপাড় করলেন রবিন উথাপ্পার। তাঁর বিরুদ্ধে নিজের সংস্থারই কর্মীদের, বিপুল অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। যার জেরে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।   

2/5

উথাপ্পার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

What Exactly Is The Complaint Against Uthappa?

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন উইকেটরক্ষক-ব্য়াটার ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য়কার হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। পাশাপাশি তিনি ব্যবসাও শুরু করেছেন। বেঙ্গালুরুতে সেঞ্চারুস লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের তিনি ডিরেক্টর। তাঁর কোম্পানিতে একাধিক কর্মী কাজ করেন। জানা গিয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটার তাঁর কর্মীদের পিএফের জন্য টাকা কাটা কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে) জমা দেননি। সেই ক্ষতির পরিমাণ ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা। আঞ্চলিক পিএফ কমিশনার সদাক্ষরী গোপাল রেড্ডি রবিনের বিরুদ্ধে, কর্নাটকের পুলকেশিনগরের পুলিসকে উথাপ্পার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ করার অনুরোধ করেছেন। গত ৪ ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

3/5

এখন উথাপ্পার সামনে কী রাস্তা খোলা হয়েছে?

Now What Road Has Been Opened In Front Of Uthappa?

উথাপ্পার সামনে ২৭ ডিসেম্বর ডেডলাইন। তার মধ্য়ে তাঁকে এই প্রায় ২৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে।   

4/5

উথাপ্পার কেরিয়ার এক ঝলকে

Robin Uthappa Career Stats

দেশের জার্সিতে ৪৬টি ওডিআই (৯৩৪ রান), ১৩ টি-২০ আই (২৪৯ রান) ম্য়াচ খেলেছেন। ২০০৭ সালে জিতেছেন টি-২০ বিশ্বকাপ। প্রথম শ্রেণি (৯৪৪৬ রান), লিস্ট এ (৬৫৩৪ রান), টি-২০ (৭২৭২ রান) ক্রিকেটেও উথাপ্পা ছাপ রেখেছেন। ক্রিকেট কেরিয়ারে বিতর্ক স্পর্শ করেনি কখনও, কিন্তু ক্রিকেট ছাড়াই পরেই আর্থিক তছরুপে নাম জড়াল তাঁর। উথাপ্পা যদিও ভারতে এখন থাকেন না। পুরো পরিবার নিয়ে থাকেন দুবাইয়ে। এবার দেখার তিনি কী করেন!        

5/5

উথাপ্পার আইপিএল কেরিয়ার

Robin Uthappa IPL Career

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত উথাপ্পা চুটিয়ে আইপিএল খেলেছেন। কেকেআর ছাড়াও রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়েও আইপিএল খেলেছেন প্রাক্তন মিডল অর্ডার ব্যাটারের।