জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বত আরোহণে বের হয়েছেন অমিতাভ বচ্চন। সঙ্গী দুই বন্ধু অনুপম খের, বোমান ইরানি। 'ফ্রেন্ডশিপ ডে' (রবিবার)র উপহার হিসাবে বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি 'উঁচাই'-র ফাস্ট লুক পোস্টার শেয়ার করেছেন বিগ বি। সাতবছর পর এই বন্ধুত্বের গল্প নিয়ে ফিরছেন পরিচালক সূরজ আর বরজাতিয়া। তাঁর 'উঁচাই'-তে অমিতাভ, অনুপম, বোমান ছাড়াও রয়েছেন নাফিসা আলি, ড্যানি ডেনজংপা, নীনা গুপ্তা, পরিণীতি চোপড়া। এই ছবিতে বলিউডের এই প্রত্যেক তারকাকেই অচেনা অবতারে দেখা যাবে। এবছরই ১১ নভেম্বর মুক্তি পাবে 'উঁচাই'।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'উঁচাই'-এর ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, 'রাজশ্রী ফিল্মের উঁচাই-র প্রথম ছবির হাত ধরে ফ্রেন্ডশিপ ডে উদযাপন। আমার এই যাত্রার অংশ হয়েছেন অনুপম খের বোমান ইরানি। এটা এমন একটা যাত্রা, যা বন্ধুত্বের উদযাপন করেন। ১১ তারিখ প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।'



বোমান ইরানি এই ছবির পোস্টার শেয়ার করে এটাকে 'ভালোবাসার শ্রম' বলে বর্ণনা করেছেন। অনুপম খের লিখেছেন ১১ অগস্ট পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না। 



রাজশ্রী প্রোডাকশনের হীরক জয়ন্তীতে মুক্তি পাচ্ছে। গত অক্টোবরে নেপাল, দিল্লি, মুম্বই, আগ্রা, লখনউ, কানপুর সহ একাধিক জায়গায় হয়েছে 'উঁচাই' ছবির শ্য়ুটিং। এই ছবিতে উঠে আসবে একটি পারিবারিক গল্প। এর আগে ২০১৫ সালে সলমন খানকে নিয়ে 'প্রেম রতন ধন পায়ো' ছবিটি বানিয়েছিলেন সূরজ বরজাতিয়া। 


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)