নিজস্ব প্রতিবেদন: তখন মাঝরাত, মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে ডান্স ফ্লোরে তখনও বেশ উত্তপ্ত। গান চলছে 'চুম্মা চুম্মা দে দে', আর সেই গানের তালে নাচছেন খোদ বিগ-বি অমিতাভ বচ্চন। বছর ৭৬-এর অমিতাভ যখন এতটা রঙিন, তখন 'দুলহা' রণবীর সিং কেন বাদ যাবেন? তিনিও নেমে পড়লেন ডান্স ফ্লোরে। নাচের তালে একে অপরের সঙ্গে মজে গেলেন অমিতাভ-রণবীর। ব্যস, জমে গেল পার্টি...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দীপবীরের রিসেপশনে তারকার ছড়াছড়ি, দেখে নিন ছবিতে




তবে এখানেই শেষ নয়, রাত গড়ালেও তারকাদের নাচ থামেনি। 'পার্টি তো আভি শুরু হুই হ্যায়'। আর খোদ কিং খান যেখানে রয়েছেন। রয়েছেন মালাইকা অরোরাও, তাই ছঁইয়া ছঁইয়া গানে নাচ তো হওয়ারই ছিল, সেখানেও শাহরুখ, মালাইকার সঙ্গে তাল মেলালেন বলিউডের 'খলজি'। কালো টাক্সিডো বদলে রণবীর ততক্ষণে পরে নিয়েছে বাঘ ছাল প্রিন্টের একটি স্যুট।


আরও পড়ুন-বিয়ের পর প্রকাশ্যে প্রথম মিউজিক ভিডিও, নিকের গানে নাচলেন প্রিয়াঙ্কা



তবে শুধু নাচ কেন পার্টিতে র‌্যাপ গায়ক ডিভাইনের সঙ্গে গলা মেলাতেও ছাড়লেন না রণবীর। হাজার হোক 'গলি বয়' ছবিতে র‌্যাপ গায়কের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে।




এদিকে এ তো শুধু গেল রণবীর, অমিতাভ, শাহরুখের কথা। তবে রিসেপশন পার্টিটা তো শুধু রণবীরের নয়, দীপিকারও তাই তিনিই বা বাদ যান কেন। পার্টিতে জমিয়ে নাচলেন তিনিও। কখনও আবার তাঁর 'বেবি'র (দীপিকাকে এই নামেই ডাকেন রণবীর)  ইচ্ছেতেই বাধ্য রণবীর মিউজিক বদলে দিতে বললেন। দেখুন কী ঘটল তখন...





এভাবেই রাতভর চলল নব-দম্পতি রণবীর দীপিকার শেষ রিসেপশন পার্টি।


আরও পড়ুন-দীপবীরের রিসেপশন: 'রেড হট' লুকে দীপিকা, টাক্সিডোতে নজর কাড়লেন রণবীর