নিজস্ব প্রতিবেদন: বিহারের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ৫১ লক্ষ দান করলেন অমিতাভ বচ্চন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ত্রাণ তহবিলে ৫১ লক্ষ অনুদান দেন বিগ বি।
সম্প্রতি বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয় পাটনাসহ বিহারের একাধিক জায়গা। বন্যা দুর্গতদের সাহায্যের জন্য যাতে প্রত্যেকে এগিয়ে আসেন, সেই প্রার্থনা করেন নীতিশ কুমার। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন অমিতাভ বচ্চন। বিহারের বন্যা দুর্গতদের সাহায়্যের জন্য ৫১ লক্ষের অনুদান দেন বলিউড 'শহেনশা'।


আরও পড়ুন : হিন্দি গান চালিয়ে জোর নাচছেন নিক, ভাইরাল ভিডিয়ো
তিনি বলেন, বিহারের বন্যা দুর্গত মানুষদের পাশে রয়েছেন তিনি। বন্যার জেরে যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত, তাদের পাশে রয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি তিনি সহমর্মী বলেও জানান অমিতাভ বচ্চন। প্রসঙ্গত, ইতিমধ্যেই বন্যার জেরে বিহারে ৭০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।