হিন্দি গান চালিয়ে জোর নাচছেন নিক, ভাইরাল ভিডিয়ো

প্রিয়াঙ্কা আগেই জানিয়েছিলেন 

Updated By: Oct 10, 2019, 11:20 AM IST
হিন্দি গান চালিয়ে জোর নাচছেন নিক, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: প্রিয়াঙ্কা আগেই জানিয়েছিলেন, নিক নাকি নিয়মিত বলিউডের বিভিন্ন গান শোনেন। যে কোনও শোয়ে হাজির হওয়ার আগে, নিকের মেক আপ ভ্যানে বাজে হিন্দি গান। বলিউডি গানের বিট নাকি বেজায় পছন্দ মার্কিন পপ তারকার। নিকের বলিউডি গানের প্রীতি নিয়ে প্রিয়াঙ্কা যে এতটুকুও বাড়িয়ে বলেননি, তার প্রমাণ এবার পাওয়া গেল।

আরও পড়ুন : ​'আসছে বছর আবার হবে', সিঁদুরে রাঙিয়ে নতুন ভিডিয়ো স্বস্তিকার
সম্প্রতি 'মোরনি বনকে'-র সুরে কোমর দোলাতে দেখা গেল মার্কিন পপ তারকা নিক জোনাসকে। 'বধাই হো' ছবির এই গান যে নিকের বেজায় পছন্দ, তা মার্কিন পপ তারকাকে দেখলেই বেশ স্পষ্ট।
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

সম্প্রতি 'দ্য স্কাই ইস পিঙ্ক-এর শ্যুটিং শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে রয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম এবং রোহিত শরফ।

.