ওয়েব ডেস্ক: আর মাত্র দু’দিন পরই বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন। আর এবছর নিজের জন্মদিন সেলিব্রেট করবেন না তিনি। এমনকী এবছর দীপাবলীও সেলিব্রেট করবেন না। এমনটা নিজেই জানিয়েছেন বলিউডের শাহেনশাহ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?


সলমন খানের বিরুদ্ধে FIR করলেন এক বিগ বস প্রতিযোগী!


সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে সারাক্ষণই লেখালেখি করতে পছন্দ করেন। সদ্যই টুইটারে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। শনিবার টুইটারে অমিতাভ জানান যে, তিনি এবছর দীপাবলী সেলিব্রেট করবেন না। একইসঙ্গে নিজের ব্লগে আরও বিস্তারিত জানান যে, এবছর নিজের ৭৫তম জন্মদিনও সেলিব্রেট করবেন না। যদিও তাঁর এই সিদ্ধান্তের ব্যাখ্যা বা কারণ তিনি জানাননি। তবু তাঁর ভক্তদের মনে হচ্ছে যে, পুত্রবধূ ঐশ্বর্য রাইয়ের বাবার প্রয়াণের কারণে যেহেতু বচ্চন পরিবারে এবছর কোনও উত্‌সব পালন হয়নি, তাই সেই কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।


তিন মাসের জেল হেফাজতে জুবিন গর্গ!