সরকার বিরোধী মন্তব্য করতেই থামানো হল অভিনেতা অমল পালেকরকে
কেন্দ্রের সমালোচনা করে বক্তব্য রাখছিলেন অমল পালেকর।
নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ে আয়োজিত 'ন্যাশানাল গ্যালরি অফ আর্ট'-এর অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল অভিনেতা, পরিচালক তথা চিত্রশিল্পী অমল পালেকরকে। সেই আমন্ত্রণ মতোই অনুষ্ঠানে হাজির ছিলেন অমল পালেকর। পূর্ব নির্ধারিত সূচি মতোই বক্তব্য রাখতে ওঠেন তিনি। তবে বক্তব্য রাখার মাঝ পথেই থামিয়ে দেওয়া হয় তাঁকে। কারণ কেন্দ্রের সমালোচনা করে বক্তব্য রাখছিলেন অমল পালেকর।
ঠিক কী ঘটেছে?
'ন্যাশানাল গ্যালরি অফ আর্ট'-এ চিত্রশিল্পী প্রভাকর বারওয়ের স্মৃতিতে আয়োজন করা হয়েছিল 'ইনসাইড দ্যা এম্পটি বক্স' নামে একটি বিশেষ প্রদর্শনী। প্রয়াত শিল্পী প্রভাকর বারওয়ের স্মৃতিচারণায় বক্তব্য রাখছিলেন অমল পালেকর। তিনি বলেন, ''একসময় ন্যাশানাল গ্যালারিতে কোন প্রদর্শনী হবে তা স্থানীয় শিল্পীদের কমিটিই সিদ্ধান্ত নিত, সরকারের কোনও প্রতিনিধিরা নিত না। আর এখন একতরফা ভাবেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজের হাতে নিয়েছে কেন্দ্র।''
আরও পড়ুন-রণবীরের বাবা-মা আদপে কেমন? এবার প্রকাশ্যে মুখ খুললেন আলিয়া
পালেকরের এই বক্তব্যের পরই তাঁকে বাধা দেন ন্যশনাল গ্যালারির কর্ণধার অনীতা রূপাভাতরম ও শিল্পী সুহাস বাহুলিকর। যদিও বক্তব্যের মাঝে থামতে চাননি অমল পালেকর। তিনি পাল্টা প্রশ্ন করেন, বক্তব্যের বিষয়বস্তু কী নিয়ন্ত্রণ করতে চাইছেন? দিকে অমল পালেকর আরও বলেন, সম্প্রতি, মারাঠি সাহিত্য সম্মেলনে বলতে আমন্ত্রণ জানানোর কথা ছিল সাহিত্যিক নয়নতারা সেহগালকে। তবে তিনি দেশের বর্তমান পরিস্থিতির উপর বক্তব্য রাখতে চলেছেন জানাতে পেরে শেষপর্যন্তসেই আমন্ত্রণ তুলে নেওয়া হয়। উত্তর আসে শিল্পীদের কমিটি ভাঙা নিয়ে অসন্তোষের বিষয় ইতিমধ্যেই কেন্দ্রকে জানানো হয়েছে, তাই এবিষয়ে আর না বলাই ভালো। এ
দেখুন ঠিক কী ঘটেছে...
এদিকে এই ঘটনার পর ফের শিল্পীর বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন-আলিয়ার সঙ্গে বিচ্ছেদ, এবার এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিদ্ধার্থ!