close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

রণবীরের বাবা-মা আদপে কেমন? মুখ খুললেন আলিয়া

 রণবীরের জন্য বেশ খুশি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন ভাট কন্যা। 

Updated: Feb 10, 2019, 02:19 PM IST
রণবীরের বাবা-মা আদপে কেমন? মুখ খুললেন আলিয়া

নিজস্ব প্রতিবেদন: আলিয়া ভাট এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী। আর বি-টাউন এখন আলিয়া-রণবীরের প্রেম নিয়ে আলোচনায় ব্যস্ত। কিছুদিন আগে, আলিয়া-রণবীরের সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে বলে শোরগোল পড়ে গিয়েছিল। তবে না, আলিয়া-রণবীরের মধ্যে বিচ্ছেদ হয়নি, এবং তিনি যে রণবীরের জন্য বেশ খুশি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন ভাট কন্যা। 

সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেমিক রণবীর ও হবু শাশুড়ি মা ও শ্বশুরমশাই নীতু সিং ও ঋষি কাপুরকে নিয়ে মুখ খুলেছেন আলিয়া। 'ইন্ডিয়া টুডে'-কে দেওয়া সাক্ষাৎকারে রণবীরের প্রতি তাঁর ভালোলাগার কথা ব্যক্ত করেছেন আলিয়া। রণবীরের প্রশংসায় পঞ্চমুখ আলিয়া বলেন, ''আমি আমার জীবনে এই রকম ন্যাচারাল অভিনেতা দেখিনি। ও আমার দেখা অন্যতম সেরা অভিনেতা। শুধু আমিই নয়, আরও অনেক মহিলা ও পুরুষরাই রণবীরকে অভিনেতা হিসাবে পছন্দ করেন। রণবীর শ্যুটিংয়ের সময় ভীষণই রিল্যাক্স থাকে।''

আরও পড়ুন-আলিয়ার সঙ্গে বিচ্ছেদ, এবার এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিদ্ধার্থ!

আরও পড়ুন #metoo:"হঠাত্ পেছন থেকে আমায় জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে ও", পরিচালক পাভেলের বিরুদ্ধে বিষ্ফোরক অভিনেত্রী

আলিয়ার কথায়, ''রণবীরের চোখ ভীষণই সুন্দর, ওর চোখের মধ্যেই যে সততা লুকিয়ে রয়েছে। আমি সাধারণত আমার ডায়ালগ ভীষণ ভালোভাবে মনে রাখি। আমি শ্যুটিংয়ের সময় কখনওই ডায়ালগ ভুলি না। কিন্তু যখনই রণবীরকে অভিনয় করতে দেখি, আমি আমার ডায়ালগ ভুলে যাই। আর এটা শুধু রণবীরের জন্যই, ও কত সহজে সবকিছু করে ফেলে যেন কোনও ব্যাপারই না।'' প্রসঙ্গত, খুব শীঘ্রই সম্প্রতি আলিয়া রণবীরের সঙ্গে 'ব্রহ্মস্ত্র' ছবির শ্য়ুটিংয়ে ব্যস্ত। 

সাক্ষাৎকারে শুধু রণবীরই নয়, হবু শাশুড়ি মা ও শ্বশুরমশাই ঋষি কাপুরকে নিয়েও মুখ খোলেন আলিয়া। তিনি বলেন, '' নীতুজী ভীষণই ভালো মানুষ। তাঁকে আমার ভীষণ ভালো বন্ধু বললে ভুল হবে না। উনি ভীষণই ঠান্ডা মাথার মানুষ। খুব সুন্দর ভাবে জীবনকে এগিয়ে নিয়ে যান। আমার মনে হয় রণবীর ওনার কাছ থেকেই এভাবে ঠান্ডাভাবে সবকিছু সামলাতে শিখেছে। ও ওর মায়ের কাছ থেকের সমস্ত স্বভাব পেয়েছ।''

আর হবু শ্বশুরমশাই ঋষি কাপুর ঠিক কেমন? এপ্রসঙ্গে আলিয়া বলেন, ''আমি ওনার মতো ইউনিক মনুষ ঠিক কম দেখেছি। আমি যখনই ওনার সঙ্গে সময় কাটাই, তখন ভীষণই হাসি-ঠাট্টা, মজা-মশকরার মধ্যেই কেটে যায়। উনি এক্কেবারে ওনার মতোই। ''

আরও পড়ুন-বিক্রমের কাছ থেকে পাওয়া প্রথম উপহার, কেঁদে ফেললেন ঐন্দ্রিলা