নিজস্ব প্রতিবেদন: ভুল! বেখায়ালে আজব ভুল করে বসল এক বিনোদন সংস্থা। সিনেমা মুক্তির আগে ট্রেলার মুক্তি পায়, তবে এবার হল উল্টোটা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক বিনোদন সংস্থার তরফে ইউটিউবে আপলোড করা হয়েছিল 'খালি দ্যা কিলার: অফিসিয়াল রেড ব্যান্ড ট্রেলার'। দর্শক যখন ট্রেলার দেখার জন্য ওই ভিডিও লিঙ্ক খুলে দেখলেন তখন দেখলেন সেখানে ট্রেলারের বদলে রয়েছে ৮৯ মিনিটের গোটা সিনেমা। যখন সংস্থার কর্মীদের তা খেয়াল হল তখন প্রায় ৬ ঘণ্টা সময় কেটে গেছে। দেখা গেল সিনেমাটি ইতিমধ্যেই ১১,০০০ দর্শক দেখে ফেলেছেন। জানা যায় পুরো ঘটনাটিই ভুল বশতই হয়েছে।


প্রসঙ্গত, 'খালি দ্যা কিলার' একটি ক্রাইম ড্রামা যেটির পরিচালনা করেছেন জন ম্যাথিউজ। সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছেন রিচার্ড ক্যাবরাল ৷ ৩ জুলাই ছবিটির ইউটিউবে দেখা যাবে ৷ ছবিটি দেখতে চাইলে ডিজিটাল মাধ্যমে টাকা দিয়ে দেখতে পারেন আপনিও ৷ যদিও ছবিটি ইতিমধ্যে আমেরিকা, জার্মানি সহ বেশকিছু দেশে মুক্তি পেয়েছে। ছবিতে উঠে এসেছে ঠান্ডা মাথার এক খুনির গল্প।