নিজস্ব প্রতিবেদন : বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিক নিয়ে বৈষম্য রয়েছে। এমন অভিযোগ বহু দিনের। সম্প্রতি, অনিল কাপুরকে এবিষয়ে প্রশ্ন করতে গিয়ে নিজেই ফ্যাঁসাদে পড়ে গেলেন করিনা কাপুর খান। বেবো ভেবেছিলেন, অনিলকে অস্বস্তিতে ফেলবেন। তবে হল উল্টোটাই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী ঘটেছে?


করিনার শো 'হোয়াট ওম্যান ওয়ান্ট'-এ হাজির হয়েছিল অনিল কাপুর। করিনা, অনিলকে বলেন, হলিউডে পুরুষ অভিনেতারা বিশেষ পদক্ষেপ নিয়েছেন। হলিউড নায়করা বলেছেন, মহিলা অভিনেত্রীদের পুরুষদের সমান পারিশ্রমিক দিলে তবেই তাঁরা সেই প্রজেক্টেই কাজ করবেন। নচেৎ নয়। বলিউড অভিনেতারাও যদি এমনটা করেন, তাহলে কেমন হয়?


করিনার প্রশ্নে অনিল বলেন, ''তুমি তো আমার থেকেও বেশি টাকা নিয়েছিলে।'' অনিলের এমন উত্তরে হতচকিত হয়ে যান করিনা। পরিস্থিতি সামান দিতে বলেন, ''আমরা তো পাঁচিল ভাঙার চেষ্টা চালাচ্ছি। তুমি যেমনটা করলে, তেমনটা সবাই করেন না।...''


আরও পড়ুন-বাবার অনুকরণ করে গান গাওয়ার চেষ্টায় Shilpa Shetty-র ১০ মাসের মেয়ে সামিশা



আরও পড়ুন-২০২০ আমায় এটা শিখিয়েছে, আমি ভালো ছাত্রী, নম্বর ভালোই পেয়েছি : স্বস্তিকা


অনিল, 'ভিরে দি ওয়েডিং' এর সময় করিনার সঙ্গে পারিশ্রমিক নিয়ে দর কষাকষির প্রসঙ্গ টেনে আনেন। জানান করিনার দাবি শুনে প্রযোজক অনিলকে ফোন করেছিলেন। বলেন, ''এতো নায়কের থেকেও বেশি টাকা চাইছে। আমি বলেছিলাম, বেবো যা চাইছে দিয়ে দাও।''


প্রসঙ্গত অনিল কাপুরের সঙ্গে 'বেওয়াফা' 'টশন' ছবিতে একসঙ্গে কাজ করেন করিনা। খুব শীঘ্রই করণ জোহরের 'তখত' ছবিতেও একসঙ্গে দেখা যাবে তাঁদের।