নিজস্ব প্রতিবেদন : রিয়া চক্রবর্তীর গ্রেফতারির পর থেকেই অঙ্কিতা লোখন্ডের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন শিবানী দান্ডেকর। সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর কেন প্রয়াত অভিনেতাকে নিয়ে এত মন্তব্য করছেন অঙ্কিতা! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন ফারহান আখতারের বান্ধবী। শিবানী দান্ডেকরের ওই মন্তব্যের পর অঙ্কিতা পালটা জবাব দিলেও, এবার তাঁর সমর্থনে মুখ খুলতে শুরু করেন করণবীর ভোরা, কুশল জাভেরিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : হিট অ্যান্ড রানের স্মৃতি, 'আর কতজনকে চাপা দেবেন'? আক্রমণ সলমনকে



সুশান্ত সিং রাজপুতের বন্ধু কুশল জাভেরি বলেন, অঙ্কিতা ভুল কিছু বলেছেন বলে তিনি মনে করেন না। প্রায় ৭ বছরের বেশি সময় ধরে সুশান্তের সঙ্গে ছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর মামলায় যদি কারও কিছু বলার অধিকার থাকে, তাহলে তা সুশান্তের পরিবারের এবং অঙ্কিতার। রিয়ার বিরুদ্ধে কখনও মন্তব্য করেননি অঙ্কিতা। উলটে রিয়া অর্থের মাধ্যমে পি আর-দের মাধ্যমে অঙ্কিতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার করেছেন। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন। তাই অঙ্কিতার বিরুদ্ধে কিছু বলার আগে সবকিছু তাঁর জেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন কুশল জাভেরি।


প্রসঙ্গত, মঙ্গলবার রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পর সবই কর্মফল বলে মন্তব্য করেন অঙ্কিতা। এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন শিবানী দান্ডেকর।