নিজস্ব প্রতিবেদন: একে অপরের সঙ্গে সম্পর্কের ১০ এবছর পার করে ফেলেছেন। তাই আর দেরি নয়, এবছরই (২০২১) বিয়েটা সেরেই ফেলতে চান অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush Hazra-Oindrila Sen)। তাঁদের বিয়ের গুঞ্জন অবশ্য বেশ কয়েকমাস আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে, Zee ২৪ ঘণ্টার কাছে এবিষয়ে খোলসা করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee ২৪ ঘণ্টাকে ঐন্দ্রিলা সেন জানান, এবছরের শেষে ডিসেম্বরে বিয়ে করার পরিকল্পনা রয়েছে। ঐন্দ্রিলার কথায়, ''বিভিন্ন রীতিতে নয়, শুধুমাত্র বাঙালি রীতিতেই বিয়ে করব। সাজগোজেও থাকবে পুরোপুরি বাঙালিয়ানা। প্রচুর বাংলা ধারাবাহিকে আমায় বিয়ের সাজে সাজতে হয়েছে। তাই নিজের বিয়ের সাজটা একটু হলেও আলাদা করতে চাই। রিসেপশনে গাউন পরার ইচ্ছা রয়েছে''। বিয়ের মেনুতে কী রকম খাবার থাকছে? সে প্রসঙ্গ ঐন্দ্রিলা জানান, রকমারি খাবার রাখার পরিকল্পনা রয়েছে। ঠিক কী কী থাকবে সেটা ঠিক হয়নি। 



বিয়ে প্রসঙ্গে অঙ্কুশ জানান, ''পরিবার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা দুই পরিবার একসঙ্গেই থাকি। তাই বিয়েতে আর দেরি করতে চাই নয়। ডিসেম্বরে বিয়ে করছি। বিয়ের তারিখটা শুধু দুই পরিবার বসে ঠিক করতে বাকি রয়েছে। করোনা পরিস্থিতির কারণে, কীভাবে কী করব, কত লোকজন ডাকা সম্ভব হবে, সেবিষয়টা একটু দেখতে হবে।'' 


খুব শীঘ্রই রাজা চন্দের 'ম্যাজিক' ছবিতে একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে। এটাই রিল লাইফে তাঁদের প্রথম ছবি। রিয়েল লাইটে জুটি হওয়ায় রোম্যান্স করতে কি সুবিধা হয়েছে? সে প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ''ঐন্দ্রিলা আমার এতটাই ভালো বন্ধু যে ওর সঙ্গে ফেক রোম্যান্স করতে বরং সমস্যা হয়েছে। যেটা হয়ত অন্যদের সঙ্গে করা অনেকটাই সহজ।''  তোমাদের এত বছরের সম্পর্ক, রিয়েল লাইফে কি কখনও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে? অঙ্কুশ বলেন ''সম্পর্কে অনেক চড়াই উতরাই-এর মধ্যে যেতে হয়, তবে বন্ধনটা মজবুত হলে সমস্যা হয় না।''