জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউড(Tollywood) থেকে বলিউডে(Bollywood) পাড়ি দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। প্রসেনজিৎ থেকে জিৎ, ঋতুপর্ণা থেকে স্বস্তিকা, বলিউডে কেরিয়ারের নতুন দিগন্ত খুঁজে পেতে এগিয়েছেন টলিউডের বেশ কিছু তারকা। এবার সেই তালিকায় দেবও(Dev)। পুজোয় অর্থাৎ আগামী ১৯ অক্টোবর বাংলা ও হিন্দিতে একসঙ্গে মুক্তি পেতে চলেছে দেবের ‘বাঘা যতীন’(Bagha Jatin)। তার আগেই মঙ্গলবার দেবের সঙ্গে দুটি ছবি শেয়ার করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের(Anupam Kher)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dadasaheb Phalke Lifetime Achievement Award 2023: মহিলা সংরক্ষণ বিলের আলোয় ওয়াহিদাকে 'দাদাসাহেব ফালকে সম্মান'...


কী কারণে এই দেব-অনুপম সাক্ষাৎ? তা অবশ্য জানা যায়নি। তবে দেবের বেশ প্রশংসা করেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এদিন দেবের পরনে ছিল জলপাই রঙের জামা ও সিক্স পকেট প্যান্ট। অন্যদিকে অনুপমের পরনে ছিল নীল ডেনিম ও সাদা শার্ট। অনুপম জানান যে দেবের সঙ্গে কলকাতা বিমানবন্দরে দেখা হয়েছে তাঁর। পাশাপাশি অভিনেতা লেখেন, বাংলার অভিনেতাদের মধ্যে তাঁর অন্যতম পছন্দের অভিনেতা দেব। তাঁর সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত বর্ষীয়ান অভিনেতা। অনুপম খের লেখেন, ‘তাঁর আগামী ছবি বাঘাযতীনের জন্য তাঁকে ও তাঁর টিমকে শুভেচ্ছা। এটা হিন্দিতেও রিলিজ করবে।’



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)