নিজস্ব প্রতিবেদন: 'পিকে' (PK) ছবির শেষ দৃশ্যে কিছুক্ষণের জন্য একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা। কিন্তু তাতে বহু দর্শকেরই মন ভরেনি। তাঁদের জন্য সুখর, এবার হয়ত একটা পূর্ণাঙ্গ সিনেমাতে একসঙ্গে দেখা যাবে আমির খান (Aamir Khan) এবং রণবীর কাপুরকে (Ranbir Kapoor)।  এমনটাই খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউড সূত্রে খবর, ইতিমধ্যে দুই অভিনেতার কথা মাথায় রেখে একটি চিত্রনাট্যের কাজ শুরু করেছেন এক বাঙালি পরিচালক। দুই নেতার সঙ্গে ছবির গল্প নিয়ে আলোচনা করেছেন তিনি। আমির খান (Aamir Khan) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor), দু'জনেরই গল্পটা বেশ পছন্দ হয়েছে। বিগ বাজেটের ওই ছবিটি প্রযোজনা করতে পারে আমির খানের প্রডাকশন হাউস।      


সূত্রের খবর, ছবিটি পরিচালনা করতে পারেন অনুরাগ বসু (Anurag Basu)। রণবীরের সঙ্গে ইতিমদ্যে 'জাগ্গা জাসুস', 'বরফি'র মতো ছবিতে কাজ করেছেন অনুরাগ। তবে আমিরের সঙ্গে এখনও কোনও ছবি করেননি তিনি।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)