নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার দিল্লিতে হয়ে গেল বিরাট-অনুষ্কার গ্র্যান্ড রিসেপশন। লাল বেনারসি পরে বিরাটের হাত ধরে রিসেপশনে হাজির হন অনুষ্কা শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে হাই প্রোফাইল অতিথি, কে না হাজির ছিলেন ভারতের অন্যতম ‘পাওয়ার পাকল’-এর রিসেপশনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুষ্কা শর্মার পরনে বেনারসি শাড়ি থাকলেও, রিসেপশনের রাতে পাঞ্জাবি গানে কোমর দোলাতে দেখা যায় মিসেস কোহলিকে। ওই সময় অনুষ্কার সঙ্গে যোগ্য সঙ্গত দেন বিরাট কোহলি। আর বিরাট-অনুষ্কা যখন একসঙ্গে রিসেপশনের অনুষ্ঠান মাতাতে শুরু করেন, তখন স্থির থাকতে পারেননি সেখানে হাজির অন্যরাও। প্রত্যেককেই দেখা যায় ওই দু’জনের সঙ্গে কোমর দোলাতে।


বিরাট-অনুষ্কার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন...


 



 




ইতালির তাসকানিতে উড়ে গিয়ে বিরাটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অনুষ্কা শর্মা। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে নিয়েই চুপিসাড়ে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলেন ফেলেন বিরুষ্কা। এরপর তাঁরা চুপিচুপি বরফ ঘেরা রাজ্যে উড়ে যান মধুচন্দ্রিমার জন্য।