নিজস্ব প্রতিবেদন: জাজমেন্টাল হ্যায় ক্যা-র পরিচালক প্রকাশ কোভালামুদির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অনুষ্কা শেঠি। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এমনকী, চলতি বছরেই নাকি এই পরিচালকের সঙ্গে অনুষ্কা গাঁটছড়া বাঁধবেন, এমনও শোনা যায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বাহুবলি অভিনেত্রী ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : পোশাক না পরেই রাস্তায় নামলেন মালাইকা? নোংরা আক্রমণ বলিউড অভিনেত্রীকে
বিয়ের কথা কানে যেতেই যেন তেড়ে উঠলেন অনুষ্কা। তিনি বলেন, এসব খবর একেবারেই সত্যি নয়। বিয়ে নিয়ে যদি কখনও কোনও সামনে আসে, তাহলে তার সত্যতা যাচাই করা উচিত। তিনি বিয়ে করলে, সবাই সবকিছু জানতে পারবেন। এটা নিয়ে লুকোচুরির কোনও বিষয় নেই। কেউ কোনও সম্পর্কে জড়ালে সবাই জানতে পারবেন। এখানে লুকনোর কিছু নেই। শুধু তাই নয়, বিয়ের মতো কোনও কিছু হলে, প্রত্যেককে ডেকে তা জানাবেন বলেও স্পষ্ট জানান অনুষ্কা শেঠি।


আরও পড়ুন : শরীর না দেখিয়ে অভিনয় শিখুন, কদর্য আক্রমণ দিশাকে
এদিকে বাহুবলি মুক্তির পর জানা শোনা যায়, প্রভাসের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন অনুষ্কা শেঠি। যদিও গুঞ্জন যতই হোক না কেন, প্রভাস, অনুষ্কার মধ্যে যে কোনও সম্পর্ক নেই, তা স্পষ্ট জানিয়ে দেন এই দুই তারকা।