নিজস্ব প্রতিবেদন : প্রভাসের সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে তাঁর। ‘বাহুবলী টু’-এর পর থেকে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এমনকী, ‘সাহো’-র শুটিংয়ে আঘাত পাওয়ার পর নাকি দুবাইতে উড়ে যান অনুষ্কা শেঠি। এবং, সেখানে গিয়েই নাকি প্রভাসের সঙ্গে দেখা করেন তিনি। আর এখানেই উঠছে প্রশ্ন।  দু’জনের মধ্যে যদি কোনও সম্পর্ক না থাকে, তাহলে কেন প্রভাসের সঙ্গে দেখা করতে তড়িঘড়ি দুবাইতে উড়ে যান অনুষ্কা? কিন্তু, গুঞ্জন যা-ই হোক না কেন, এবার শোনা যাচ্ছে অন্য খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ঐশ্বর্যকে নিয়ে অনিল কাপুর যা বললেন ভাবতেও পারবেন না..


রিপোর্টে প্রকাশ, অনুষ্কা শেঠির বিয়ের জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তাঁর বাবা-মা। চলতি বছরের শেষেই দক্ষিণী অভিনেত্রীর বিয়ে দিতে চাইছেন তাঁর বাবা-মা। সেই কারণে, মন্দিরে গিয়ে নাকি পুজো অর্চনাও শুরু করে দিয়েছেন অনুষ্কার বাবা-মা। কিন্তু, কে হচ্ছেন অনুষ্কার পাত্র, সে বিষয়ে কিছু জানা যায়নি।


আরও পড়ুন : জুহির সঙ্গে ভাঙছে সচিনের বিয়ে


বর্তমানে প্রভাস ব্যস্ত ‘সাহো’-র শুটিংয়ে। অন্যদিকে, তেলুগু সিনেমা ‘সাইলেন্স’-এ হাতে নিয়েছেন অনুষ্কা। ‘বাহুবলী’-র পর ‘বাগমতি’-তে শেষ দেখা যায় এই দক্ষিণী অভিনেত্রীকে।