নিজস্ব প্রতিবেদন:  ব্যাকগ্রাউন্ডে চলছে কার্তিক-ভূমি-অনন্যার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি 'পতি পত্নী অউর ও'র ধীমে ধীমে গান। যে গানের সঙ্গে জমিয়ে নাচছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সঙ্গে নাচছেন, অপরাজিতা আঢ্যর অনস্ক্রিন কন্যা প্রিয়াঙ্কা। তাও আবার মাঝরাতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিল লাইফের মা-মেয়ের নাচের ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করছেন অপরাজিতা। দেখুন অপরাজিতা ও প্রিয়াঙ্কার এই নাচ।


আরও পড়ুন-বক্স অফিসে ২দিনে অজয়ের 'তনাজি'র কাছে পাত্তাও পেল না দীপিকার 'ছপক'



আরও পড়ুন-গোয়ায় ছুটি কাটাচ্ছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা


প্রসঙ্গত, জনপ্রিয় 'মা' ধারাবাহিকে অপরাজিতা আঢ্যর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। মা ধারাবাহিকে প্রিয়াঙ্কার চরিত্রের নান ছবিল বুবলি। তবে শুধু মা নয়, Zee বাংলার সীমারেখা ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় বেশ নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। টিভি ধারাবাহিকের পাশাপাশি মডেলিংটাও চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি বন্ধুদের সঙ্গে মিলে প্রিয়াঙ্কা গোয়া বেড়াতে গিয়েছিলেন। সেই গোয়া ভ্রমণের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায়