AR Rahman|Saira Banu: `সুর` কাটল দাম্পত্যের, এবার বিয়ে ভাঙছে এ আর রহমানেরও!
AR Rahman|Saira Banu: সম্প্রতি আম্বানির পরিবারের এক অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন রহমান। তখনও তাঁদের দেখে বোঝা যায়নি যে, আলাদা হতে চলেছেন। হতবাক অনুরাগীরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর শেষের মুখে এল দুঃসংবাদ। ২৯ বছরের দাম্পত্যে ইতি। এবার বিয়ে ভাঙছে দেশের অন্যতম নামী সঙ্গীত পরিচালক এ আর রহমানেরও! প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন তিনি নিজেই।
আরও পড়ুন: Moon Moon Sen Husband Death: ৪৬ বছরের দাম্পত্যে ইতি! প্রয়াত মুনমুন সেনের স্বামী...
প্রেস বিজ্ঞপ্তিতে রহমান লিখেছেন, 'অনেক বছর সংসারের পর এবার আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত আমরা দু'জনের কেউই নিতে পারছিলাম না। ফলে আমরা জানি যে আমাদের দু'জনকে খুব কষ্টের মধ্যে থেকে যেতে হয়েছে। হয়তো পরবর্তীকালেও কষ্ট পেতে হতে পারে। কিন্তু আমাদের দু'জনের জন্যই এই বিচ্ছেদ ভাল'।
সঙ্গীতজগতের কিংবদন্তী। বিশ্বজোড়া খ্যাতি। পেয়েছেন অস্কার। স্বাভাবিক কারণে সবসময়ই প্রচারে আলোয় থাকেন রহমান। কিন্তু ব্য়ক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না তিনি। স্ত্রী সায়রাও খুব একটা প্রকাশ্য়ে আসেন না কখনও। তাহলে কেন এমন সিদ্ধান্ত? রহমান জানিয়েছেন, অনেক দুঃখে এবং বেদনায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে সায়রাকে। এই কঠিন সময় তিনি অন্তরালে থাকতে চান। সকলে যেন তাঁর ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখে।
এদিকে সম্প্রতি আম্বানির পরিবারের এক অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন রহমান। তখনও তাঁদের দেখে বোঝা যায়নি যে, আলাদা হতে চলেছেন। হতবাক অনুরাগীরা।
আরও পড়ুন: Karan Arjun: হৃত্বিকের হাত ধরে ৩০ বছর পর পর্দায় ফিরছে 'করণ অর্জুন'!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)