নিজস্ব প্রতিবেদন : লেখক শ্রীজাত এবার পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন। তাঁর প্রথম ছবি 'মানবজমিন'-এ গান গাইবেন অরিজিৎ সিং (Arijit Singh) ও শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আর একথা নিজেই ফেসবুকের মাধ্যমে সকলকে জানিয়েছেন শ্রীজাত (Srijato)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'মানবজমিন' ছবিটি পরিচালনার পাশাপাশি, ছবির চিত্রনাট্য ও গান লেখার কাজও নিজেই করছেন শ্রীজাত (Srijato)। যাতে সুর দেবেন জয় সরকার (Joy Sarkar)। শ্রীজাতর কাছ থেকে গান গাওয়ার প্রস্তাব মিলতেই এককথায় রাজি হয়ে গিয়েছেন অরিজিৎ ও শ্রেয়া। শ্রীজাত জানিয়েছেন, তাঁর কাছ থেকে গান গাওয়ার প্রস্তাব পেয়ে অরিজিতের উত্তর ছিল, ''কী বলছ কী! আমাকে দিয়ে গাওয়াবে?'' শ্রীজাতর কথায়, ''এটা বিনয় নয়, নিখাদ বিস্ময়। কারণ আর কিছুই নয়, এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।...এই শিশুসুলভ আগ্রহই ওকে সকলের চাইতে আলাদা করে রেখেছে। শিল্পী হিসেবে, মানুষ হিসেবে। আর এইজন্যেই ওর খাতে বাড়তি ভালবাসা বইয়ে দিই অনায়াসে। ''


অন্যদিকে তাঁর কাছ থেকে প্রস্তাব পেয়ে শ্রেয়ার (Shreya Ghoshal) প্রতিক্রিয়া প্রসঙ্গে শ্রীজাত (Srijato) লিখেছেন, ''দুঃসংবাদ শোনামাত্র প্রায় চেঁচিয়ে উঠল শ্রেয়া, এবং আমি চোখ বন্ধ করে ওর অননুকরনীয় মুখভঙ্গি ও লাফ যুগপৎ দেখতে পেলাম। অল্পে তার সাধ মেটে না কখনওই। পুরো ছবির গপ্পো শুনল টানা অনেকক্ষণ।'' তারপর এই গল্পের জন্য তাঁর গলা ধার পাওয়া যাবে কিনা প্রশ্নে শ্রেয়ার উত্তর ছিল, ''শোনো, তুমি ছবি বানাচ্ছ, আর জয়দা তার মিউজিক করছে। এরপরেও যদি ছবিতে আমার গান না থাকত, আমি বাড়ি গিয়ে অশান্তি করে আসতাম। তুমি আবার আমায় জিগ্যেস করছ?''


আরও পড়ুন-Jisshu-র অনস্ক্রিন সন্তান, 'Baba Baby O'-র সেটে কেমন ছিল এই দুই ক্ষুদে?



সবশেষে শ্রীজাত (Srijato) লিখেছেন, ''খবর এটা নয় যে, আমার নতুন ছবির জন্য অরিজিৎ (Arijit Singh) আর শ্রেয়া গান গাইছে। বরং খবর অন্য কিছু। একজন সদ্য তার মা’কে হারিয়েছে। আরেকজন মা হয়েছে সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি, ভালবাসার ডাককে ফিরিয়ে দেয়নি। দিলেও কিছু বলবার ছিল না।''


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)