জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারংবার মন জিতে নেন অরিজিৎ সিং। সম্প্রতি আরজি কর কাণ্ডে গান বেঁধে সকলের প্রশংসা কুড়িয়ে নেন। এবার ব্রিটেনের কনসার্টে অরিজিৎ তাঁর ফ্যানের কাছে ক্ষমা চেয়ে ফের খবরের শিরোনামে। কেন আচমকা ফ্যানের কাছে ক্ষমা চাইলেন অরিজিত্‍? রীতিমতো মাথানিচু করে ক্ষমা চাইলেন গায়ক। সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Rajanya Halder: তৃণমূল করায় পেয়েছেন ধর্ষণের হুমকি, সেই রাজন্যাই এবার আরজি কর কাণ্ডের সিনেমায়...


ব্রিটেনে অরিজিৎ এর কনসার্টে এক মহিলা ফ্যান হঠাত্‍ই মঞ্চের দিকে ছুটে আসেন। ঠিক তখনই তাকে রীতিমতো গলা ধরে ধাক্কা দেয় এক নিরাপত্তারক্ষী। মঞ্চের নীচ থেকেই সেই মহিলা অরিজিতের নাম ধরে চিৎকার করতে থাকেন। এমন দৃশ্য দেখে হঠাৎই গান থামিয়ে দেন গায়ক। তারপর নিরাপত্তারক্ষীকে বলেন, এরকম করা একেবারেই উচিত নয়। তবে এখানেই শেষ নয়। অরিজিৎ সেই ফ্যানের কাছে ক্ষমা চেয়ে বলেন, 'আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, আপনাকে সুরক্ষা দিতে পারতাম কিন্তু আমি ছিলাম না। আমি দুঃখিত।'


 



আরও পড়ুন- Hilsa from Bangladesh: প্রথম লটের পদ্মার ইলিশ শুক্রেই পাতে কলকাতার, তবে দাম...


সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। কিছুদিন আগেই ব্রিটেনে শো চলাকালীন আরেকটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, লন্ডনের কনসার্টে একটার পর একটা গান গাইছেন অরিজিৎ সিং। হঠাৎই দর্শকের মধ্যে থেকে গায়কের কাছে 'আর কবে' গানটি গাওয়ার অনুরোধ করে এক ভক্ত। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সেই গান তৈরি করেছিলেন অরিজিত্‍। সেই গানের অনুরোধ আসার সঙ্গে সঙ্গে অরিজিতের উত্তর, 'ভাই এটা এই সবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওই গান আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও।'


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)