Hilsa from Bangladesh: প্রথম লটের পদ্মার ইলিশ শুক্রেই পাতে কলকাতার, তবে দাম...

Bangladeshi Hilsa Price: অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ প্রথম লটের ইলিশ এসে পৌঁছায় পেট্রাপোল সীমান্তে। ছয়টি থেকে সাতটি গাড়িতে করে মোট ২৫ থেকে ৩০ টন ইলিশ এসে পৌঁছাতে পারে পেট্রাপোলে দাবি ইম্পোর্টার সংস্থার। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় শুক্রবার বাংলাদেশের ইলিশ মিলবে এপার বাংলার বিভিন্ন বাজারে। 

Sep 26, 2024, 17:35 PM IST
1/8

কলকাতায় পদ্মার ইলিশ

মনোজ মন্ডল: কবে পশ্চিমবঙ্গের বাঙালির পাতে পড়বে বাংলাদেশের ইলিশ, দিন গুনছিলেন ভোজনরসিকরা। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ প্রথম লটের ইলিশ এসে পৌঁছায় পেট্রাপোল সীমান্তে।   

2/8

কলকাতায় পদ্মার ইলিশ

বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ প্রথম গাড়ি বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোলে আসে।   

3/8

কলকাতায় পদ্মার ইলিশ

ইম্পোর্টার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় প্রথম গাড়িতে চার টন ইলিশ এসেছে।   

4/8

কলকাতায় পদ্মার ইলিশ

ছয়টি থেকে সাতটি গাড়িতে করে মোট ২৫ থেকে ৩০ টন ইলিশ এসে পৌঁছাতে পারে পেট্রাপোলে দাবি ইম্পোর্টার সংস্থার।   

5/8

কলকাতায় পদ্মার ইলিশ

বৃহস্পতিবার রাতের মধ্যেই আমদানিকৃত ইলিশগুলি পৌঁছে যাবে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে।   

6/8

কলকাতায় পদ্মার ইলিশ

সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় শুক্রবার বাংলাদেশের ইলিশ মিলবে এপার বাংলার বিভিন্ন বাজারে।   

7/8

কলকাতায় পদ্মার ইলিশ

আমদানিকৃত ইলিশের ওজন এক কিলো ও তার ঊর্ধ্বে।   

8/8

পদ্মার ইলিশের দাম

পদ্মার ইলিশের আনুমানিক দাম ভারতীয় মুদ্রায় ২০০০ হতে পারে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩০০০ টাকা।