Arijit Singh : `১০০ কোটি প্রয়োজন, আপনাদের পাশে পেতে চাই`, মুম্বই-এর কনসার্টে বার্তা অরিজিতের
`দুঃস্থদের সাহায্য করুন। এটা না করলে জীবনে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। উনি আমার অনুপ্রেরণা। আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছে, সেখানে এমন অনেক মানুষ এমন আছেন। আমি আমার নিজের জায়গা থেকেই এই কাজ শুরু করতে চাই, আর এটা হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।আমি একটা সেলফ সাসটেন্ড স্কুল তৈরি করতে চাই, যে জন্য ১০০ কোটি টাকা প্রয়োজন।`
Arijit Singh, Live Concert, জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো : মুম্বইয়ের জিও গার্ডেন তখন ভরে গিয়েছে। অরিজিৎ সিং-এর গান শুনতে সেখানে বহু মানুষের ভিড়। তবে গান গাওয়ার আগে নিজের হৃদয় থেকে কিছু কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন স্বল্পভাষী অরিজিৎ। তিনি বলে যাচ্ছিলেন, ব্যক্তিটি অরিজিৎ বলেই হয়ত তাঁক কথা এতটা মন দিয়ে শুনছিলেন উপস্থিত অনুরাগীরা। সকলের সামনে অরিজিতের অনুরোধ, 'আমার ১০০ কোটি টাকার প্রয়োজন, প্লিজ আমার পাশে থাকুন।'
তাঁর গান শুনতে লক্ষ লক্ষ টাকা খরচ করতেও রাজি অনুরাগীরা। তবে সেই অরিজিৎ হঠাৎ কেন ১০০ কোটি টাকার মতো এত বড় একটা অঙ্ক চাইছেন! খোলসা করেছেন অরিজিৎ নিজেই। বলেন, 'প্রথমবার আমি কিছু কথা বলার চেষ্টা করছি। যেটা খুবই গুরুত্বপূ্রণ। আমার একটা এমন টিম চাই, কারণ সকলেই কিছু ভালো করতে চায়। আমার মনে হয় মানুষের পাশে থাকুন, দুঃস্থদের সাহায্য করুন। এটা না করলে জীবনে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। উনি আমার অনুপ্রেরণা। আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছে, সেখানে এমন অনেক মানুষ এমন আছেন। আমি আমার নিজের জায়গা থেকেই এই কাজ শুরু করতে চাই, আর এটা হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানে আমি একটা স্বেচ্ছাসেবী সংস্থা শুরু করছি। আমি বিশ্বাস করি, সমস্ত ভালো কাজ বাড়ি থেকেই শুরু হয়। আমি একটা সেলফ সাসটেন্ড স্কুল তৈরি করতে চাই, যে জন্য ১০০ কোটি টাকা প্রয়োজন। এটা প্রথমে জানতাম না। কাজ শুরু করার পর জানতে পারি। তাই অর্থ সংগ্রহ করছি আমি শুধু টাকা চাই না। আমি চাই আপনারা সৎভাবে আমার পাশে থাকুন। মিউজিক যাঁরা শুনতে এসেছেন, তাঁদের সকলেরই একটা হৃদয় রয়েছে।'
আরও পড়ুন-পরপুরুষের স্তনবৃন্তে চুম্বন করছে মা, লেন্সবন্দি করে ট্যুইঙ্কেলের ছেলে
প্রসঙ্গত, এর আগে জিয়াগঞ্জে বিনামূল্য ইংরাজি শেখানোর জন্য বিশেষ উদ্যোগ নেন অরিজিৎ সিং। যাতে গ্রামের ছেলেমেয়েরা ইংরাজি ভাষাটি ভালোভাবে রপ্ত করতে পারেন, সেকারণেই এমন উদ্যোগ নিয়েছেন অরিজিৎ। জানা যায়, জিয়াগঞ্জে তাঁর এক বন্ধুর একটি নার্সিং কলেজে আপাতত প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চলেছেন অরিজিৎ। কিছুদিন আগে সেখানে পরিদর্শনে যেতেও দেখা গিয়েছিল গায়ককে।