`দিদাকে উৎসর্গ করলাম`, অর্জুন কাপুরের নতুন ছবি এল OTTতে
`আমার আত্মার সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়েছে এই ছবির যা আগামী দিনেও থাকবে`, জানালেন অভিনেতা।
নিজস্ব প্রতিেদন- অর্জুন কাপুর অভিনীত ‘সর্দার কা গ্র্যান্ডসন’ অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেল। নিজের ইনস্টাগ্রামে নায়ক তুলে ধরলেন তাঁর মনের কথা। তিনি লেখেন, ‘সর্দার কা গ্র্যান্ডসন’ এবং ‘কি অ্যান্ড কা’-র মতো ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। আমি সৌভাগ্যবান যে এমন ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি যা আমাকে আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়েছে এবং বারবার জীবনের অভিজ্ঞতার কাছে ফিরিয়ে নিয়ে গিয়েছে। ‘কি অ্যান্ড কা’ আমার মায়ের জন্য ছিল, আর এই ছবি আমার দিদার জন্য ।‘সর্দার কা গ্র্যান্ডসন’ আমার অত্যন্ত কাছের ছবি। আমার আত্মার সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়েছে এই ছবির যা আগামী দিনেও থাকবে। সারাজীবনের জন্য এই ছবি আমার সবচেয়ে প্রিয় ছবি হয়ে থাকবে।
অর্জুন নিজের চরিত্র বাছার ক্ষেত্রে সবসময়ই খুঁতখুঁতে, তাই খুব বেশি ছবিতে তাঁকে আমরা পাই না। তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান পরিচালকের প্রতিও। তিনি বলেন যিনি এই চরিত্রটি অফার করেন আমায় তাঁর প্রতিও আমার ঋণ রয়ে গেল। এই ছবিতে আমি প্রথম এমন একজন মহিলা পরিচালকের সঙ্গে কাজ করলাম যিনি সংবেদনশীল এবং ম্যাচিওর্ড। কাশভি নায়ারও ডেবিউ পরিচালক। কাশভিকে মন থেকে বলতে চাই 'আপনি আমাকে সারাজীবন ধরে গর্ব করার মতো একটি ছবি উপহার দিয়েছেন। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন: Adeline Castelino, কে এই শ্যামা-তন্বী-শিখরদশনা?
অর্জুনের মতে ‘সর্দার কা গ্র্যান্ডসন’ সকলকে আনন্দ দেবে। এটি একটি সহজ এবং বড় মনের ছবি। আমি আশা করি এটি আমাকে যেভাবে ছুঁয়ে গিয়েছে ঠিক সেভাবেই আপনাদেরও ছুঁয়ে যাবে।' দিদার সঙ্গেও একটি ছবি ও ভিডিও পোস্ট করেন অর্জুন। অতিমারি যেভাবে খারাপ খবর বয়ে নিয়ে আসছে তাতে কিছুটা স্বস্তি এনে দেবে এই ছবি, হাসি ফোটাবে সকলের মুখে,মত অর্জুনের।