মাদক মামলায় অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে ফের জিজ্ঞাসাবাদ NCB-র
বৃহস্পতিবার মুখে মাস্ক ঢাকা অবস্থায় NCB অফিস থেকে বের হতে দেখা যায় গ্যাব্রিয়েলাকে।
নিজস্ব প্রতিবেদন : মাদক মামলায় বুধবারের পর বৃহস্পতিবারও ফের অর্জুন রামপালের প্রেমিকা, মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে জিজ্ঞাসাবাদ করল NCB। বৃহস্পতিবার মুখে মাস্ক ঢাকা অবস্থায় NCB অফিস থেকে বের হতে দেখা যায় গ্যাব্রিয়েলাকে।
বুধবার মাদক মামলায় গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার ফের তাঁকে ডেকে পাঠানোর কথা ANI-এর টুইটে জানা যায়।
আরও পড়ুন-অস্ত্রপচারে প্রয়োজন ছিল ৭ লক্ষ টাকা, ৪ মাসের শিশুর জীবন বাঁচালেন সোনু সুদ
আরও পড়ুন-সইফ-করিনা পুত্র তৈমুরের কোলে ছোট্ট শিশু, ভাইরাল ছবি
এদিকে সোমবার আটক করা হয় অর্জুন রামপালের গাড়ির চালককে। মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয় অর্জুনের গাড়ির চালককে। পাশাপাশি ওইদিন অভিনেতার মুম্বইয়ের বাড়ি এবং অফিসে তল্লাসি চালানো হয় প্রায় ৮ ঘণ্টা ধরে। যদিও অর্জুনের বাড়ি এবং অফিস থেকে মাদকজাত কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলে খবর। অভিনেতার আইপ্যাড, মোবাইল ফোন-সহ বেশ কিছু ইলেক্ট্রনিক গেজেট বাজেয়াপ্ত করা হয়। সেগুলিই আপাতত খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
গ্যাব্রিয়েলার দাদা অ্যাজিসিওলাসকেও সম্প্রতি পুনে থেকে গ্রেফতার করে এনসিবি। মাদকের কারবারী এবং পাচারকারীদের সঙ্গে যোগ রয়েছে, এই অভিযোগেই অ্যাজিসিওলাসকে আটক করা হয়। সম্প্রতি জামিনে মুক্ত রয়েছেন গ্যাব্রিয়েলার দাদা।