অস্ত্রোপচারে প্রয়োজন ছিল ৭ লক্ষ টাকা, ৪ মাসের শিশুর জীবন বাঁচালেন সোনু সুদ
ঠিক যেন 'ঈশ্বরের দূত'। এবার ৪ মাসের শিশুর জীবন বাঁচালেন অভিনেতা সোনু সুদ।
নিজস্ব প্রতিবেদন : ঠিক যেন 'ঈশ্বরের দূত'। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে খানিকটা এভাবেই ধরা দিয়েছিলেন অভিনেতা সোনু সুদ। শুধুই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বললে অবশ্য ভুল হবে। দেশের বিভিন্ন প্রান্তে যখনই কোনও গরিব মানুষ সমস্যায় পড়েছেন, পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। দুঃস্থ মানুষের জন্য হয়ে উঠেছিলেন 'মসিহা'। এবার ৪ মাসের শিশুর জীবন বাঁচালেন অভিনেতা সোনু সুদ।
তেলেঙ্গানার বাসিন্দা, ৪ মাসের ছোট্ট অদ্বৈত শৌর্যর হৃদযন্ত্রের সমস্যা দেখা যায়। তাঁর বাবা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অস্ত্রোপচারের কথা বলেন। যার জন্য প্রয়োজন ৭ লক্ষ টাকা। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে! শৌর্যর বাবা পান্ডিপল্লিবাবু একটি কুরিয়ার কোম্পানিতে কাজ করেন। গ্রামের বাসিন্দাদের পরামর্শে পুরো বিষয়টি টুইট করে সোনু সুদকে জানান পান্ডিপল্লিবাবু। এরপর সোনু সুদের উদ্যোগে হায়দরাবাদের একটি হাসপাতালে বৃহস্পতিবার অস্ত্রোপচার হল অদ্বৈত শৌর্যর।
আরও পড়ুন-সইফ-করিনা পুত্র তৈমুরের কোলে ছোট্ট শিশু, ভাইরাল ছবি
শিশুটির বাবা জানিয়েছেন, সোনু সুদ তাঁর টুইটের উত্তর দিয়েছিলেন। অভিনেতাই তাঁর ছেলের অস্ত্রোপচারের সমস্ত টাকার ব্যবস্থা
করেছেন। বৃহস্পতিবার অস্ত্রপচার হয়েছে।
It’s an urgent surgery.
Surgery is confirmed for tomorrow @InnovaHeart Hospital. Dr. Kona Samba Murthy @konasambamurthy will take good care. All The Best & wishing the kid a speedy recovery. @IlaajIndia https://t.co/LWYHXROaFt
— sonu sood (@SonuSood) November 11, 2020
তবে শুধু ৪ মাসের ছোট্ট অদ্বৈত শৌর্যরই নয় অন্ধ্রপ্রদেশের ২ মাসের একটি শিশুকন্যারও অস্ত্রোপচারের ব্যবস্থা করেছেন সোনু সুদ। ১৯ নভেম্বর তাঁর অস্ত্রপচার হবে বলে নিজেই জানিয়েছেন অভিনেতা।
Will be done ✔️
Surgery scheduled for 19th nov@IlaajIndia https://t.co/gFBXN5soq3
— sonu sood (@SonuSood) November 11, 2020
জানা যাচ্ছে, অদ্বৈত শৌর্যর অস্ত্রোপচারের জন্য তাঁর গ্রামের বাসিন্দারাও পান্ডিপল্লিবাবুর হাতে ৪০ হাজার টাকা তুলে দিয়েছেন।