আয়াত যেন সলমনের প্রতিচ্ছবি, মত নেটিজেনদের
ইনস্টাগ্রামে মেয়ের ছবি শেয়ার করেন অর্পিতা খান শর্মা
নিজস্ব প্রতিবেদন: ছোট্ট আয়াতের ছবি শেয়ার করলেন অর্পিতা খান শর্মা এবং আয়ূষ শর্মা। অর্পিতার কোলে ছোট্ট আয়াতকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেটিজেনরা। কেউ বলতে শুরু করেন, আয়াতের ভ্রু নাকি এক্কেবারে আয়ূষের মতো। আবার কেউ বলতে শুরু করেন, আয়াত যেন সলমন খানের প্রতিচ্ছবি।
আরও পড়ুন : লাইট, ক্যামেরা থেকে ছুটি; স্বামী, পরিবারকে কাছে পেতে গুয়াহাটিতে কাটছে দিন অঙ্কিতার
দেখুন সেই ছবি এবং ভিডিয়ো...
অর্পিতা এবং আয়াতের সেই ছবি ইনস্টাগ্রামে প্রকাশ হতেই ৬০ হাজারের বেশি 'লাইক' পড়ে গিয়েছে। সলমনের ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন আয়াতের ছবি দেখে।
এদিকে সলমনের জন্মদিনেই জন্ম হয় আয়াতের। ভাইজানের জন্মদিনেই দ্বিতীয়বার মা হতে চান বলে আগেই জানিয়েছিলেন অর্পিতা। সেই অনুযায়ী, সলমন খানের জন্মদিনের রাতেই হাসপাতালে ভর্তি করা হয় বলিউড অভিনেতার বোনকে। তারপরই সুখবর দেয় খান পরিবার।