ISKCON on Bangladesh Unrest: বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘুরা! একসঙ্গে ১৫০ দেশের ৮৫০ মন্দিরে শান্তিপ্রার্থনায় ইসকন...
Bangladesh Unrest: আমেরিকা, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশ সহ মোট ১৫০টি দেশে ইসকনের প্রায় ৮৫০টি মন্দির রয়েছে এবং এক হাজারেরও বেশি কেন্দ্র রয়েছে। সর্বত্রই স্থানীয় সময় অনুসারে কর্মসূচির আয়োজন করা হয়েছে রবিবার। কোথাও শান্তিপ্রার্থনা কোথাও আবার কীর্তনের আয়োজন রয়েছে। একটাই প্রার্থনা, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢাকায় আক্রান্ত একের পর এক ইসকনের সন্ন্যাসী। নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্য়ালঘুরা। রবিবার কলকাতা, শিলিগুড়ি, জয়পুর, গুয়াহাটি, ভুবনেশ্বর, বেঙ্গালুরু-সহ দেশের সর্বত্র ইসকনের মন্দিরে প্রার্থনা এবং কীর্তনের মাধ্যমে করা হল শান্তিপ্রার্থনা। কলকাতায় আয়োজন করা হয়েছিল কীর্তনের।
রবিবার সকাল থেকেই কলকাতায় অ্যালবার্ট রোডের ধারে ইসকনের শাখায় জমায়েত হন ভক্তেরা। রশিলিগুড়িতেও ইসকনের রাধামাধব সুন্দর মন্দিরে প্রার্থনায় অংশ নেন ভক্তেরা। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বর্ত মুক্তির দাবিতে আসানসোলে পথে নামে সেখানকার ইসকনের ভক্তরা।রবিবার আসানসোলের বার্ণপুরের ত্রিবেণী মোড় থেকে এক পদযাত্রা করা হয়।এদিনের পদযাত্রায় আসানসোল দক্ষিণ বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ ইস্কনের সদস্য, সন্যাসী ও সনাতনীরা উপস্থিত ছিলেন। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে এই পদযাত্রার মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সনাতনীরা।
বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস সহ একাধিক ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে এবার দুর্গাপুরে পথে নামল বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে চলে প্রতিবাদ। দ্রুত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সন্ন্যাসীদের মুক্তি দিতে হবে। সেখানে হিন্দুদের উপর হামলা কেন চালানো হচ্ছে তারও জবাব দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা। বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘের সদস্য অজয় বাউরি বলেন,"আমরা বাংলাদেশের শান্তি চাইছি। ইসকনের সন্ন্যাসীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমরা এই দাবি রাখছি। ভারত সরকারও এই ঘটনার সেইরকম কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত ভারত সরকারও এই বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।" দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই এর বক্তব্য, হিন্দু সমাজকে আহ্বান করছি সবাই পথে নামুন।
ইসকন মায়াপুর আন্তর্জাতিক প্রধান কার্যালয়ে,বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি নিয়ে বিশ্বজুড়ে ইসকনের প্রার্থনাসভা-কীর্তন হয় রবিবার ৭ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত। জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, রোজ আমাদের নাম কৃতন হয়, আজ বাংলাদেশে যা ঘটনা চলছে তা শান্তিতে পরিণত হয়,তার জন্য এই নাম কৃত্যন, তবে প্রশাসন, ভারতের কেন্দ্র রাজ্য,বিষয়টা নজর দেবার আহবান করেন,সারা বিশ্বকে বার্তা দেওয়া হয় ইসকন এর পক্ষ থেকে বাংলাদেশ এর পাশে দাঁড়িয়ে শান্তি ফিরিয়ে আনার আহ্বান করা হয়।
বাংলাদেশে অশান্তি বন্ধের জন্য প্রার্থনা করা হল বর্ধমানে। ইসকনের ভক্তরা বর্ধমানের বড়নীলপুর মোড়ে প্রার্থনা সভার আয়োজন করে। খোল করতাল নিয়ে নাম সংকীর্তন মধ্য দিয়ে তারা বাংলাদেশে অশান্তির প্রতিবাদ করেন তাঁরা। এছাড়াও কঠোর পুলিসি নিরাপত্তার মধ্য দিয়ে আজ বসিরহাট বৌবাজার এলাকা থেকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবী ও বাংলাদেশের সম্প্রতি ঘটনার তীব্র প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল শুরু হয়ে বসিরহাট ইটিণ্ডা রোড হয়ে মিছিল শেষ হয় বসিরহাট মহকুমার শাসকের দফতরের সামনে বোর্ড ঘাটে সেখান সংগঠনের সদস্যারা রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায়।
এদিন করতাল বাজিয়ে উলু দিয়ে হাবড়ার রাজপথে হিন্দু সনাতনীরা।বাংলাদেশে ইসকন প্রধান চিন্ময় কৃষ্ণ দাস কে পুলিশ আটকে রেখে অত্যাচার পাশাপাশি হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে হিন্দু সনাতনদের নিয়ে হাবরাতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। করতাল বাজিয়ে উলু দিয়ে এদিন প্রতিবাদ মিছিল করতে দেখা যায় হিন্দু সনাতনীদের। হাজারখানিক হিন্দু সনাতনী এদিন পথে নামেন পুরুষ থেকে মহিলা প্রত্যেকে এই মিছিল থেকে দাবি তোলেন। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি ও হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, এদিন মিছিল শুরু হয় হাবরা দেশবন্ধু পার্ক থেকে শেষ হয় হাবরা সুপারমার্কেট এলাকায়।
রবিবার সন্ধ্যা রাতে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে রাধা মাধবের বিগ্রহের সামনে অসংখ্য কৃষ্ণ ভক্তদের নিয়ে বাংলাদেশে সনাতনীদের ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে হরিনাম সংকীর্তন এর মাধ্যমে সোচ্চার হলেন ইসকন ভক্তরা,এই প্রথম বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসরে নামতে দেখা গেল ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভক্তদের,চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ইতিমধ্যেই উত্তাল সমগ্র বাংলাদেশ, সেখানে লক্ষ লক্ষ সনাতনী পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চিনময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তি দাবিতে,ব্যতিক্রম নয় ভারতবর্ষ,পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশকিছু রাজ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইতিমধ্যেই সোচ্চার হতে দেখা গিয়েছে বেশকিছু হিন্দু সংগঠনের পাশাপাশি সনাতন ধর্মালম্বী মানুষজনকে,আজ রবিবার বিকেলে হিন্দুদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে অন্যতম মুখ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি দাবিতে ও সনাতনীদের ওপর নির্যাতনের প্রতিবাদে মন্দির নগরী মায়াপুরে প্রতিবাদ মিছিলের পাশাপাশি একটি বিক্ষোভ সভা করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ।
আরও পড়ুন- Belgharia | Bangladesh: আতঙ্কে এখনও থরথর করে কাঁপছে! বাংলাদেশে গিয়ে আক্রান্ত বেলঘরিয়ার যুবক...
আমেরিকা, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশ সহ মোট ১৫০টি দেশে ইসকনের প্রায় ৮৫০টি মন্দির রয়েছে এবং এক হাজারেরও বেশি কেন্দ্র রয়েছে। সর্বত্রই স্থানীয় সময় অনুসারে কর্মসূচির আয়োজন করা হয়েছে রবিবার। কোথাও শান্তিপ্রার্থনা কোথাও আবার কীর্তনের আয়োজন রয়েছে। ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমন দাসকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ১৫০টি দেশেই প্রার্থনায় সমবেত হচ্ছেন ভক্তেরা। অযোধ্যায় রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
ও পার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। যদিও বাংলাদেশের তদারকি সরকারের বক্তব্য, সে দেশে সংখ্যালঘুরা নিরাপদেই রয়েছেন। তবে যাঁরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাদের কারোর মুখে শোনা যাচ্ছে হিংসার কাহিনী। বাংলাদেশের বেনাপোল সীমান্তেও শনিবার এবং রবিবার মিলিয়ে ৬৩ জনকে ভারতে প্রবেশ করতে দেয়নি দেশের অভিবাসন দফতর। দিল্লি থেকে ইতোমধ্যে একাধিক বার ঢাকাকে অনুরোধ করা হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)