জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাইভ কনসার্ট চলাকালীন স্টেজেই মুরগির গলা কেটে রক্তপান করেছেন বলে অভিযোগ উঠেছে অরুণাচল প্রদেশের গায়ক কন ওয়াই সনের বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর ইটানগরে ছিল কন ওয়াই সনের কনসার্ট। সেখানেই নাকি এমন ঘটনা ঘটেছে। অভিযোগ, মঞ্চে গান গাইছিলেন কন ওয়াই সন। আচমকাই মুরগির গলা কেটে দেন। সেই রক্ত এক পাত্রে ভরে নিয়ে পান করতে থাকেন। হাত তুলে আবার দর্শকদেরও পাত্রটি দেখান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাস্থলে পৌঁছেই শিল্পী কন'কে গ্রেফতার করে ইটানগর থানার পুলিস। ইতোমধ্যেই ওই গায়কের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছেন অরুণাচল প্রদেশের পুলিস। পুলিস আধিকারিকরা জানিয়েছেন যে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), এবং দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস (পিসিএ) আইন, ১৯৬০-এর অধীনে কন ওয়াই সনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। কনের মানসিক সমস্যা রয়েছে কি না, তা ঘিরেও চলছে তদন্ত।


কন ওয়াই সন, যার পুরো নাম কনিও ওয়াই সোনম। ভয়ংকর এই ঘটনাটি ঘটনোর পর কন সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি বলেন, 'ম্প্রতিক ইভেন্টের সময় আমার ক্রিয়াকলাপের জন্য আমি ক্ষমাপ্রার্থী। মঞ্চে যা ঘটেছিল তা ছিল অপরিকল্পিত এবং ঘটনার জন্য আমি একাই দায়ী। এর সঙ্গে আমার সংগঠক, পরিচালনা দল কেউ জড়িত নয়।আমি কখনই কোনও ক্ষতি প্রচার করতে চাইনি। এবং এর থেকে শিক্ষা নিয়ে এবং জড়িত সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে গভীরভাবে দুঃখিত।' 



আরও পড়ুন:First Mega Series: সিরিয়ালে ধাঁচে এবার মেগা সিরিজ 'বাড়ুজ্জে ফ্যামিলি'...


তিনি আরও বলেন, 'কনসার্টের চরম মুহূর্তে এই আবেগজনক ঘটনাটি ঘটিয়েছি। আমার উদ্দেশ্য কখনই কোনও পশুর নিষ্ঠুতার প্রচার করা ছিল না।' ভিডিয়ো বার্তায় গায়ক স্বীকার করেন যে, তার এই কাণ্ড খুবই নিষ্ঠুর এবং অনুচিত।  তিনি বলেন, প্রত্যেক শিল্পীরই দুটি দিক থাকে—একটি ব্যক্তি এবং আরেকটি, যা মঞ্চে প্রচারিত হয় এবং একজন অভিনয়শিল্পী।


প্রসঙ্গত, অরুণাচল প্রদেশের সেপ্পা এলাকার বাসিন্দা কন ওয়াই সন। এলাকায় ফোক ফিউশন শিল্পী হিসেবে বেশ নাম রয়েছে তাঁর। নিজে গান লেখেন, সুর দেন আবার মঞ্চে পারফর্মও করেন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)