Durga Puja 2022 : `এই পুজোতে শুধু তোমাকে চাই`, ডোনাকে বললেন আর্য
`এই গানের শ্যুটে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। প্রথমে এই মিউজিক ভিডিয়োর উদ্যোগ নিয়েছিল আমাদের হিরো আর্য আর সঙ্গীত পরিচালক বিশাল রায়। বিশাল আমাকে প্রথমে এই গানটা শোনান। উনি চেয়েছিলেন আমি এই ভিডিয়োতে থাকি। গানটা আমার বেশ ভালো লাগে। এমন মিষ্টি একটা প্রেমের গান, কার না ভালো লাগে! আর সেটা যখন পুজোর জন্য তৈরি তাহলে তো শুনতে আরও ভালো লাগে। আমরা নিজেরাই প্রথমে এই মিউজিক ভিডিয়োটি বানানোর কথা ভেবেছিলাম, তবে সেটা হয়ে ওঠেনি। তখন ভাবলাম, এবছর যখন হচ্ছে না, তখন পরের বছর বানাব। আমাদের মন খারাপ বুঝতে পেরে আমার দিদি এনা সাহা এটি বানানোর উদ্যোগ নেয়। তারপর দিদি আর বিশালদা এই ভিডিওটি বানানোর জন্য এগোতে শুরু করেন। কিছুদিন আগেই এটার শ্যুট করি। আমাদের DOP মণিরুল ইসলাম, খুব ভালো করে এটার শ্যুট করেছেন। পুরোটা ভিডিয়োটা মজা করেই শ্যুট করা হয়েছে।`
Durga Puja 2022, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজো মানেই কেমন যেন একটা প্রেম প্রেম আবহও তৈরি হয়। পুজো দেখা, প্যান্ডেল হপিং-এর সঙ্গে মেয়ে কিংবা ছেলে দেখা, অল্পবয়সীদের মধ্যে বরাবরের জন্যই একটা আলাদা আনন্দ বৈকি। পুজোর মরশুমে প্রেম জমে উঠেছে, এমন ঘটনাও নেহাত কম নেই। তেমনই পুজো আর প্রেমের মিশেলে তৈরি হয়েছে নতুন গানের ভিডিয়ো 'এই পুজোতে শুধু তোমাকে চাই'। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী, প্রযোজক এনা সাহার বোন ডোনা সাহা এবং অভিনেতা আর্যকে। পুজোর এই গানটি গেয়েছেন মহম্মদ ইরফান ও অঙ্কিতা ভট্টাচার্য।
গানের মিউজিক ভিডিয়ো সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী ডোনা সাহা বলেন, 'এই গানের শ্যুটে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। প্রথমে এই মিউজিক ভিডিয়োর উদ্যোগ নিয়েছিল আমাদের হিরো আর্য আর সঙ্গীত পরিচালক বিশাল রায়। বিশাল আমাকে প্রথমে এই গানটা শোনান। উনি চেয়েছিলেন আমি এই ভিডিয়োতে থাকি। গানটা আমার বেশ ভালো লাগে। এমন মিষ্টি একটা প্রেমের গান, কার না ভালো লাগে! আর সেটা যখন পুজোর জন্য তৈরি তাহলে তো শুনতে আরও ভালো লাগে। আমরা নিজেরাই প্রথমে এই মিউজিক ভিডিয়োটি বানানোর কথা ভেবেছিলাম, তবে সেটা হয়ে ওঠেনি। তখন ভাবলাম, এবছর যখন হচ্ছে না, তখন পরের বছর বানাব। আমাদের মন খারাপ বুঝতে পেরে আমার দিদি এনা সাহা এটি বানানোর উদ্যোগ নেয়। তারপর দিদি আর বিশালদা এই ভিডিওটি বানানোর জন্য এগোতে শুরু করেন। কিছুদিন আগেই এটার শ্যুট করি। আমাদের DOP মণিরুল ইসলাম, খুব ভালো করে এটার শ্যুট করেছেন। পুরোটা ভিডিয়োটা মজা করেই শ্যুট করা হয়েছে।'
তবে ডোনা সাহা জানান, 'গানের ভিডিয়োটি মোট ৫ বার পোশাক বদলাতে হয়েছে, তাও আবার ৫-১০ মিনিটের মধ্যে, সেটা একটু চাপ হয়েছিল বটে। আর বাকিটা ঠিকঠাক-ই এগিয়েছে। আমার দিদি(এনা সাহা)র প্রযোজনা সংস্থা বলে বলছি না, সত্যিই জেরেকের সঙ্গে কাজ করে খুব স্বচ্ছন্দ্য বোধ করেছি।'
আরো পড়ুন-সঙ্গে বাবা-মা এবং স্বামী, ট্রাডিশনাল সাজে মল্লিক বাড়ির পুজোয় কোয়েল
পুজো কীভাবে কাটবে প্রশ্ন করায় ডোনা জানান, 'বিশেষ কোনও পরিকল্পনা নেই, মুম্বই, পুণে থেকে আমার কিছু বন্ধুরা এসেছে, ওদের সঙ্গেই হয়ত একটু আড্ডা মারব। এছাড়া শুধুই গানের প্রচারে আসানসোল, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি।'