নিজস্ব প্রতিবেদন: মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোড জেলে (Arthur Road Jail) বন্দি আরিয়ান খান (Aryan Khan)। বুধবার, ২০ অক্টোবর তাঁর জামিন মামলার শুনানি। রায় শোনাবেন বিচারক। সমস্ত শুটিং বন্ধ করে বহুদিন ধরেই ছেলের মুক্তির জন্য দৌঁড়চ্ছেন কিং খান। ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে চেষ্টার কোনও কসুর করছেন না তিনি। তবে জানেন কি? কেবল শাহরুখ (Shah Rukh Khan) নয়, আরিয়ানের গ্রেফতারির প্রভাব পড়েছে সলমন খানের (Salman Khan) ছবিতেও। বন্ধ হতে পারে 'টাইগার থ্রি' (Tiger 3) শ্য়ুটিংও!    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাহরুক-পুত্র (Shah Rukh Khan) কি বুধবার জেল থেকে ছাড়া পাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশজুড়ে। তবে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং গৌরী আশাবাদী যে তাদের ছেলে দীপাবলির আগেই বাড়ি ফিরবে। সূত্রের খবর, মান্নাতের পরিবেশ বিষণ্ন। উৎসব সত্ত্বেও শাহরুখ এবং গৌরী তা উদযাপনের মেজাজে নেই। প্রতিবারই দীপাবলির সময়ে উৎসবের সাজে সেজে ওঠে মান্নাত। তবে এবার অন্ধকারে ডুবেছে কিংডম। আরিয়ানের গ্রেফতারির পর থেকেই বন্ধু শাহরুখের (Shah Rukh Khan) পাশে দাঁড়িয়েছেন সলমন খান (Salman Khan)। মান্নাতে গিয়েছেন ভাইজান। দু'জন একাধিকবার ফোনেও কথা বলেছেন। অনেকেই বলছেন, একই শাহরুখ সলমনের কাছের বন্ধু। তাছাড়াও আরিয়ানের (Aryan Khan) ছাড়া পাওয়ার উপর নাকি নির্ভর করছে ভাইজানের 'টাইগার থ্রি' (Tiger 3)-র ভাগ্য!


আরও পড়ুন: Bollywood: বিশাল ভরদ্বাজের 'খুফিয়া'য় বাংলাদেশের বাঁধন, গোয়েন্দা শিলাজিৎ


আরও পড়ুন: Aryan Khan: ক্ষীর খাব না, মিষ্টি তৈরিও করব না! অরিয়ানের জামিনের জন্য পণ গৌরীর


আরিয়ান খান (Aryan Khan) গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে পাঠান (Pathan) এবং অ্যাটলির একটি ছবির শ্য়ুটিং বন্ধ করেছেন শাহরুখ। এমনকী দীপিকা পাডুকোনের (Deepika Padukone) সঙ্গে স্পেনে গিয়ে তাঁর একটি গানের শ্য়ুটিংয়ের কথা থাকলেও, তা সম্ভব হয়নি। কেবল তাই নয়, আরিয়ানের গ্রেফতারিতে প্রভাব পড়েছে সলমন খান (Salman Khan) এবং ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif)-এর ছবি টাইগার থ্রি' (Tiger 3)-তেও। কারণ এই ছবিতে ক্যামিও করার কথা শাহরুখ খানের (Shah Rukh Khan)। উল্টো দিকে পাঠান (Pathan)-এও ক্যামিও করার কথা সলমন খানের  (Salman Khan)। ফলে আরিয়ান খান (Aryan Khan) মুক্তি না পেলে দুই খানই পরস্পরের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারছেন না। ফলে মাঝপথে বন্ধ হয়ে পড়ে রয়েছে পাঠান (Pathan) এবং টাইগার থ্রি (Tiger 3)-র শ্য়ুটিং। 


সূত্রের খবর, ইতিমধ্যে জেল কর্তৃপক্ষ আরিয়ান খানের (Aryan Khan) নিরাপত্তা বাড়িয়েছে। জানা গিয়েছে, তাকে একটি বিশেষ ব্যারাকে স্থানান্তরিত করা হয়েছে এবং কর্মকর্তারা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। আরিয়ান কারাগারের পরিবেশ এবং খাবারের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, ফলে জেল কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত রয়েছেন।