নিজস্ব প্রতিবেদন : ​মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থ হয়ে। সেখানেই চলছে তাঁর চিকিতসা। লকডাউনের মাঝে সম্প্রতি এভাবেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস দেন আশিষ রায়। পাশাপাশি ডায়ালিসিসের জন্য তাঁর অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় অর্থ নিয়ে যাতে তাঁর চিকিতসার জন্য সাহায্য করা হয়, সেই আবেদনও করেন মুম্বইয়ের এই বাঙালি অভিনেতা।  সলমন খানের কাছেও করা হয় আবেদন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শেষ পর্যন্ত আর্থিক সাহায্য পেয়েছেন আশিষ রায়।  শুরু হয়েছে তাঁর চিকিতসা। তবে তিনি সুস্থ হওয়ার পর ফের কাজ শুরু করবেন। শ্যুটিং শুরু হলে, যাঁর কাছ থেকে যে সাহায্য নিয়েছেন, সব ফিরিয়ে দেবেন। এমনই জানান আশিষ। 


তিনি বলেন, কোনওদিন ভাবেননি এমন দিন দেখতে হবে তাঁকে।  তাই যাঁরা তাঁকে সাহায্য করেছেন চিকিতসার জন্য, শ্যুটিং শুরু হলে সবার সব অর্থ তিনি ফিরিয়ে দেবেন।  সম্মান নিয়ে বেঁচে থাকেন তিনি।  তাই সুস্থ হলে সব ঠিক করে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন আশিষ রায়।