ওয়েব ডেস্ক: রাজেশ খান্নার শেষ ঠিকানা আশীর্বাদ। বহু জল্পনা-কল্পনার অবসান। অবশেষে এই বাড়ি ভেঙে সেখানেই নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনায় বর্তমান মালিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকদিন পরেই মুম্বইয়ের কার্টার রোড থেকে চিরকালের জন্য মুছে যাবে কাকার স্মৃতি। ভাঙা হচ্ছে রাজেশ খান্নার শেষ ঠিকানা বরদান আশীর্বাদ। সুপারস্টারের বাংলো ভেঙে সেখানে নতুন বাড়ি গড়ার পরিকল্পনা বর্তমান মালিকের।


ঊনিশশো সত্তরে অভিনেতা রাজেন্দ্র কুমারের কাছ থেকে সাড়ে তিন লাখে বাড়িটি কেনেন কাকা। দীর্ঘদিন ধরেই আইনি জটিলতায় আটকে ছিল এ বাড়ির মালিকানা।


রাজেশ খান্নার মৃত্যুর পরে তাঁর পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করার সত্ত্বেও শেষরক্ষা হল না। আর  কিছুদিনের মধ্যেই চিরমলিন হয়ে যাবে তাঁর শেষ স্মৃতি। সফর শেষ হবে আশীর্বাদের।