নিজস্ব প্রতিবেদন: মুক্তির আগে থেকে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা বিশ্বজুড়ে। তাই মার্ভেল সিনেমেটিক ইউনির্ভাসের এই ছবি যে বক্স অফিসেও কামাল করবে তা আশাতীতই ছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবিটি মুক্তি পেয়েছে গত ২৬ এ এপ্রিল। আর মাত্র ৪ দিনেই ছবিটির বক্স অফিসে ব্যবসার পরিমাণ ১৮৯.৭০ কোটি। ছবিটি মঙ্গলবারই যে ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে তা বলাই বাহুল্য। গত শুক্রবার মুক্তির প্রথম দিন বক্স অফিসে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের ব্যবসার পরিমাণ ছিল ৫৩.৬০ কোটি টাকা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ছবিটির ব্যবসার পরিমান ছিল যথাক্রমে, ৫২.২০ কোটি টাকা (শনিবার), ৫২.৮৫ কোটি টাকা(রবিবার),৩১.০৫ কোটি টাকা(সোমবার)। অর্থাৎ সবমিলিয়ে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়ায় ১৮৯ কোটি ৭০ কোটি টাকা।


আরও পড়ুন-গায়ে হলুদ থেকে বিয়ে: শ্রাবন্তী ও রোশনের ছাদনাতলার প্রথম ছবি দেখুন...



এমনকি হলিউডের এই ছবিটি বাহুবলী-২, সঞ্জু, দঙ্গল সহ বহু হিন্দি ছবির বক্স অফিস রেকর্ডও ভেঙে দিয়েছে বলে টুইট করেছেন ফিল্ম বিশ্লেষক তরণ আদর্শ।



প্রসঙ্গত ১০ মে-র (স্টুডেন্ট অফ দ্যা ইয়ার-২) আগে বলিউডে কোনও হিন্দি ছবির মুক্তি হওয়ারও কথা নেই। তাই খুব সহজেই ছবিটি এদেশের বক্স অফিসে ৪০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলবে বলে মনে করছে ফিল্ম বিশ্লেষকরা। 


আরও পড়ুন-ভারতের এই জনপ্রিয় অভিনেতাকে হলিউডে কাজের প্রস্তাব হলিউড অভিনেতা তথা সিনেমা নির্মাতা বিল ডিউকের