Ayodhya Ram Mandir, Adipurush Controvercy, Ramayana, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাবণের গায়ে চামড়ার জ্যাকেট! এ কেমন রাবণ! আদিপুরুষের টিজার দেখে বেজায় বিরক্ত অযোধ্যার রামমন্দিরের পুরোহিত। শুধু রাবণ-ই নয় আদিপুরুষের টিজারে রাম, সীতা, হনুমানকে ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি করেছেন রাম মন্দিরের পুরোহিত সত্যেন্দ্র দাস। আর তাই 'আদিপুরুষ'-ছবিটিই নিষিদ্ধ ঘোষণার দাবি তুলেছেন রামমন্দিরের পুরোহিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অযোধ্যার রামমন্দিরের পুরোহিত সত্যেন্দ্র দাসের কথায়, 'সিনেমা বানানোটা অন্যায় নয়। তবে অকারণ বিতর্ক তৈরি করে লাইমলাইটে আসার কোনও অর্থই হয় না।' রবিবার মুক্তি পেয়েছে 'আদিপুরুষ'-এর টিজার। ১মিনিট ৪৬ সেকেন্ডের টিজারে রামের বেশে দেখা দিয়েছে প্রভাসকে, আর রাবণের ভূমিকায় ছিলেন রাবণ। উত্তরপ্রদেশের উপ মুখমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং বিজেপি নেতা ব্রজেশ পাঠক বলেন, 'হিন্দুদের দেবদেবীদের এভাবে অপমান মেনে নেওয়া হবে না। এটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত। এই আঘাত মেনে নেওয়া যাবে না।' বুধবার কেশব মৌর্য বলেন, 'সংশোধন না করে কোনওভাবেই এই ছবি মুক্তি দেওয়া যাবে না। যদি সেটা হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'


আরও পড়ুন-'আরিয়ানকে ভালো লাগে', স্বীকারোক্তি অনন্যার, কিন্তু শাহরুখপুত্র যে চিনতেই পারলেন না!



পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


বিজেপির মুখপাত্র মালবিকা অবিনাশ 'আদিপুরুষ'-এর টিজার প্রসঙ্গে বলেন, 'আদিপুরুষের রাবণের যে ছবি নেটদুনিয়া ঘুরে বেড়াচ্ছে, সেটা কোনওভাবেই ভারতীয় নয়। নীল চোখ, গায়ে চামড়ার জ্যাকেট, একেমন রাবণ! এখানে আমাদের ইতিহাসকে তুলে ধরা হচ্ছে, এখানে শৈল্পিকতা দেখানোর জায়গা নয়।' বিশ্ব হিন্দু পরিষদের দাবি, 'হিন্দু সমাজকে নিয়ে এমন মজা মেনে নেওয়া হবে না। এই ছবি বিশ্ব হিন্দু পরিষদ, প্রেক্ষাগৃহে দেখাতে দেবে না।' 'আদিপুরুষ'-এর পরিচালক ওম রাউতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি তুলেছে সর্ব ব্রাহ্মণ মহাসভা। ইতিমধ্যেই ছবির পরিচালককে আইনি চিঠিও পাঠিয়েছে তাঁরা। সর্ব ব্রাহ্মণ মহাসভার দাবি, 'রামায়ণ আমাদের ইতিহাস, স্পিরিট, এখানে হনুমানকে মুঘলের মতো করে তুলে ধরা হয়েছে। কোন হিন্দু গোঁপ ছাঁড়া দাড়ি রাখে? ছবির রাবণ সইফ আলি খানকে তৈমুর ও খিলজির মতো করে তুলে ধরা হয়েছে। এই ছবিতে রামায়ণকে ইসলামিক ভাবে তুলে ধরা হয়েছে।'


এদিকে আদিপুরুষ নিয়ে তৈরি হওয়া বিতর্কে এখনও মুখ খোলেননি ছবির পরিচালক ওম রাউত।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)