Ayushmann Khurrana on Hindi Controversy: `আমরা সবসময় মিশ্র ভাষায় কথা বলি,তাহলে হিন্দি শুধু রাষ্ট্রভাষা কেন হবে?` প্রশ্ন আয়ুষ্মানের
আয়ুষ্মান জানান,`ভারতের প্রত্যেকভাষাকেই রাষ্ট্রভাষা বানিয়ে দেওয়া উচুত। হিন্দিই শুধু কেন? তাহলে যাঁরা ছোট থেকে হিন্দিতে কথা বলে না তাঁরা বঞ্চিত হবে, তাঁদের নতুন ভাষা শিখতে হবে। সেটা ঠিক নয়।`
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি ভাষা নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছিল অজয় দেবগণ ও কিচ্চা সুদীপের মধ্যে। অজয় দেবগণ বলেছিলেন হিন্দিকে রাষ্ট্রভাষা করা উচিত। সেই নিয়েই শুরু হয় জোর তর্ক। অজয়ের পক্ষ নেননি প্রায় কোন তারকাই। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন আয়ুষ্মান খুরানা(Ayushmann Khurrana)।
উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা, তার সমস্যা নিয়ে আয়ুষ্মান খুরানার(Ayushmann Khurrana) আগামী ছবি 'অনেক'(Anek)। রাজনৈতিক এই অ্যাকশন থ্রিলার(Political Action Thriller) পরিচালনা করেছেন অনুভব সিনহা(Anubhab Sinha)। সেই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন আয়ুষ্মান।দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতে চলছে রাজনৈতিক অস্থিরতা। আয়ুষ্মান প্রশ্ন তুলেছেন, কেউ শান্তি চায় না বলেই কি এতো বছরেও এতো ছোট সমস্যার সাধান হল না? পাশাপাশি এই ট্রেলারে ফের উঠে এল হিন্দি ভাষা বিতর্কও। ছবির মুখ্য চরিত্রই প্রশ্ন তুলছেন যে হিন্দিই কি ঠিক করে দেবে কে উত্তর ভারতের কে দক্ষিণ ভারতের? উত্তর দক্ষিণ ভুলে কবে আমাদের পরিচয় হবে শুধুমাত্র ভারতীয়? প্রশ্ন পর্দার আয়ুষ্মানের। জি ২৪ ঘণ্টার তরফ থেকে তাঁর কাছে জানতে চাওয়া হয়, হিন্দিকে রাষ্ট্রভাষা বানানোর প্রসঙ্গে তিনি কী মনে করেন?
আয়ুষ্মান জানান,'ভারতের প্রত্যেকভাষাকেই রাষ্ট্রভাষা বানিয়ে দেওয়া উচিত। হিন্দিই শুধু কেন? তাহলে যাঁরা ছোট থেকে হিন্দিতে কথা বলে না তাঁরা বঞ্চিত হবে, তাঁদের নতুন ভাষা শিখতে হবে। সেটা ঠিক নয়। এছাড়াও আমরা কখনই কোনও শুদ্ধ ভাষা বলি না। উদাহরণস্বরূপ যখন হিন্দি বলি তার সঙ্গে অনেক উর্দু শব্দ মিশে থাকে। যদি উত্তরপ্রদেশে শুট করি তাহলে হিন্দি-উর্দু-ব্রজ ভাষার মিশ্রণ থাকে। মুম্বইয়ে শুট করলে মারাঠি সংলাপে জুড়ে যায়। অতএব কখনই আমরা শুদ্ধ ভাষায় কথা বলি না। এখনও আমরা হিন্দি ও ইংলিশ মিশ্রিত কথা বলছি। যখন আমরা একসঙ্গে তিনটে ভাষা বলছি তাহলে রাষ্ট্রভাষা একটা কেন?'
আরও পড়ুন: Belashuru Movie Review: হাতে হাত রেখে 'বেলাশুরু' সৌমিত্র-স্বাতীলেখার আশ্চর্য দাম্পত্যের