Babul Supriyo & Ustad Rashid Khan-র যুগলবন্দি, প্রকাশ্যে `বহু যুগের ওপার হতে`
`বহু যুগের ওপার হতে` মিউজিক ভিডিয়োতে এবার উস্তাদ রশিদ খান এবং বাবুল সুপ্রিয়-র যুগলবন্দি।
নিজস্ব প্রতিবেদন: রবি ঠাকুরের গান এবার আরও সমসাময়িক মিউজিকের সঙ্গে। 'বহু যুগের ওপার হতে' মিউজিক ভিডিয়োতে এবার উস্তাদ রশিদ খান এবং বাবুল সুপ্রিয়-র যুগলবন্দি। এখন শুধু গান শোনা হয় না, দেখাও হয়। 'বহু যুগের ওপার হতে' গানটি তাই সেভাবেই দর্শক, শ্রোতাদের কাছে তুলে ধরতে চেয়েছেন উস্তাদ রশিদ খান ও বাবুল সুপ্রিয়। এই মিউজিক ভিডিয়োর মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও এই গানকে সমান গ্রহণযোগ্য এবং সমসাময়িক করার চেষ্টা হয়েছে।
মঙ্গলবার সরস্বতী পুজোয় মুক্তি পেয়েছে উস্তাদ রশিদ খান এবং বাবুল সুপ্রিয়-র যুগলবন্দিতে তৈরি 'বহু যুগের ওপার হতে' মিউজিক ভিডিয়ো। যেটি SVF-র ব্যানারে বানিয়েছেন পরিচালক সুদীপ্ত রায়। DOP ছিলেন অদৃশ হালদার। এর আগে Zee ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, ''বহু যুগের ও পার হতে আষাঢ় এল আমার মনে,. কোন্ সে কবির ছন্দ বাজে ঝরো ঝরো বরিষণে গানটি আমার ভীষণই প্রিয় গান। বৃষ্টি ঝর ঝর বরিষনের অর্থ সবসময়ই বৃষ্টির নয়। অনেকসময় আমাদের ভিতরে-বাইরে ইমোশনাল বৃষ্টি হয়। প্রতিটা মানুষই রবীন্দ্রসঙ্গীতকে আলাদা আলাদা অনুভবে শোনেন। এটা এতটাই আমাদের মননের সঙ্গে জড়িয়ে রয়েছে। এর আগে রশিদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল, বলেছিলাম তুমি তোমার মত বন্দিশ গাইবে, আর আমি আমার মত রবীন্দ্রসঙ্গীত।'' সেই মতোই উস্তাদ রশিদ খানের সঙ্গে মিলে 'বহু যুগের ওপার হতে' গানটি গেয়ে ফেলেছেন বাবুল। চলুন শুনে নেওয়া যাক সেই গান...
প্রসঙ্গত বাবুল সুপ্রিয়র ছোটবেলা কেটেছে ব্যান্ডেলে। সরস্বতী পুজো নিয়েও তাঁর মনে অনেক স্মৃতি ভিড় করে আসে, সেকথাও এর আগে Zee ২৪ ঘন্টার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বাবুল। বলেছিলেন, ''আমাদের বাড়িতেই কাঠামো থেকেই ঠাকুর বানানো হত। সরস্বতী পুজোর স্মৃতি বলতে বিভিন্ন কলেজে প্রসাদ খেতে যাওয়ার লিস্ট বানাতাম। অবশ্যই তাতে মেয়েদের কলেজগুলোই আগে থাকত। লালপাড় শাড়ি পরা মেয়ে সরস্বতী পুজোয় পুস্পাঞ্জলি দিচ্ছে, এটা একটা সুন্দর বিষয়।''