Aparna Sen on Partha Case: মন্ত্রিত্ব কেড়ে নিয়ে মুখ বাঁচানোর চেষ্টা, পার্থ ইস্যুতে অপর্ণার নিশানায় মমতা
গরিবের শোষণ করে এই অর্থ এসেছে। মন্ত্রিসভা থেকে পার্থকে বার করে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এতে সব ধোয়া যাবে না। টুইট করে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন অপর্ণা সেন। প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গরিবের থেকে শোষিত টাকা ফিরিয়ে দিন, পার্থ ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন অপর্ণা সেন (Aprana Sen)। তৃণমূলের (TMC) বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেতা। গরিবের শোষণ করে এই অর্থ এসেছে। মন্ত্রিসভা থেকে পার্থকে (Partha Chatterjee) বার করে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এতে সব ধোয়া যাবে না। টুইট করে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন অপর্ণা সেন। এদিন তিনি লিখলেন, ভুলে গেলে চলবে না, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার করা ৫০ কোটি টাকা। যা পশ্চিমবঙ্গের দরিদ্রদের শোষণ করে অর্জিত। এখন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বের করে দিয়ে মুখ বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এভাবে সবটা ধুয়ে ফেলা যায় না! যাদের থেকে টাকা লুট করা হয়েছে তাদের সুবিধার্থে এই উদ্ধার হওয়া টাকা ব্যবহার করা উচিত।
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এরপরেই বৃহস্পতিবার মন্ত্রিত্বের পাশাপাশি দলের সব পদ খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরই রাজ্য মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়। এর পাশপাশি বিকেলে দলের শৃঙ্খলাভঙ্গ কমিটির বৈঠকে পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।
শিল্পবাণিজ্য-সহ তথ্য-প্রযুক্তি, পরিষদীয় এবং শিল্প পুনর্গঠন দফতর থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পার্থকে সরানোর পর নাম না করে প্রতিক্রিয়াও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "একজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলাম। আমাদের দল খুব কঠোর দল। অনেক কষ্ট করে রাজনীতিটা করি।" আগেই এসএসসি দুর্নীতি মামলায় মুখ খুলেছেন ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী- মতো অভিনেতারা। এবার সারসরি রাজ্য সরকারকে আক্রমণ করলেন অপর্ণা সেন।
প্রসঙ্গত, ২২ জুলাই বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্বার হয় বিপুল অঙ্কের টাকা, গয়না, মোবাইল এবং বৈদেশিক মুদ্রা। পরের দিন গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীকেও কোনও থানার লকআপে না রেখে, সিজিও কমপ্লেক্সের আট তলায় আলাদা রুমে (অস্থায়ী “লকআপ”) রাখা হয়।
আরও পড়ুন, Mithun Chakraborty,Dev: পার্থকাণ্ডের মাঝেই দেবের বাড়িতে নৈশভোজে মিঠুন