ওয়েব ডেস্ক: মুক্তির প্রথম সপ্তাহে ৫৫০ কোটির ব্যবসা করা রাজামৌলীর ছবি দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সোমবার রেকর্ড গড়ল। হিন্দিতেই ৩৫ কোটির ব্যবসা। বিশ্বব্যাপী সেই অঙ্ক ৬৫৭ কোটির ওপর। পাশাপাশি বাহুবলীর সঙ্গে দুর্গার টক্কর । অসম টক্করে একমাত্র জয় আঞ্চলিক ছবির। এই সপ্তাহের বক্স অফিস রিপোর্টে তা প্রমাণ। আরও পড়ুন- এবার শাহরুখ খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গায়ক অভিজিৎ-এর


এবছরের সবচেয়ে বড় বাজেটের ছবি। পাঁচটি আঞ্চলিক ভাষায় ৯০০০ স্ক্রিনে মুক্তি। বাহুবলী টুর হিন্দি ভার্সানের মার্কেটিং এ দায়িত্বে থাকা করণ জোহরের মতে, প্রথমদিনে দঙ্গল ও সুলতানের সাফল্যকে ছুঁয়ে ফেলে বাহুবলী টুর রেকর্ড ৪১ কোটি। তেলেগু, তামিলসহ সব ভাষা মিলেয়ে ভারতে প্রথম দিনে ১২১ কোটির ব্যবসা। দ্বিতীয় দিনে ১১৬ কোটি। তৃতীয়দিনে ব্যবসা ১৪৭ কোটি।  কটাপ্পা কেন বাহুবলীর হত্যা করেছিলেন এই প্রশ্নের উত্তরের খোঁজে ভিড় জমিয়েছেন দর্শকরা। আর তাঁদের উত্‍সাহে সপ্তাহশেষে তিনদিনে worldwide ব্যবসা ছাড়িয়ে ফেলেছে ৫৫০ কোটি।  বাহুবলী টুর মতো আঞ্চলিক ভাষার  ছবি তেমনি একইদিনে মুক্তি বাংলায় দুর্গা সহায়।  বাংলা ছবির দর্শক যে দিনকেদিন আরও বাড়ছে তা বাহুবলী টুর সঙ্গে দুর্গা সহায়ের টক্করে বোঝা যাচ্ছে। সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ৫০টির মতো স্ক্রিনে মুক্তি পেলেও এই ছবির প্রায় সব শো চলছে হাউসফুল। বাহুবলীর পাশাপাশি  মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে চলছে দুর্গা সহায়। বলা যায় বিসর্জনের জয়যাত্রাকে এগিয়ে নেওযার দায়িত্ব পালন করছে অরিন্দম শীলের এই পারিবারিক ছবি। সবমিলিয়ে দেখলে একটা বিষয় স্পষ্ট আঞ্চলিক ছবির জয়। আঞ্চলিক ছবি মানুষকে আরও বেশি করে টানছে, করছে হল মুখো।