ওয়েব ডেস্ক : ভারতের সর্বকালের সেরা বাণিজ্যিকভাবে সফল ছবি এস এস রাজমৌলি পরিচালিত "বাহুবলী ২"। মাত্র এক সপ্তাহে  "বাহুবলী ২" সারা দেশে ব্যবসা করেছে ৫৩৪ কোটি টাকা।  ৭ দিনে শুধু হিন্দি ভার্সনই ব্যবসা করেছে ২৪৭ কোটি টাকা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বক্স অফিস ইন্ডিয়া ডট কমের রিপোর্ট বলছে, প্রথম সপ্তাহের ব্যবসার নিরিখে সলমন খানের 'সুলতান'-এর চেয়ে প্রায় ৩৮ কোটি টাকা বেশি ব্যবসা করেছে প্রভাসের "বাহুবলী ২"। সুলতান ব্যবসা করেছিল ২০৮.৯৯ কোটি টাকা। প্রথম সপ্তাহে যেভাবে "বাহুবলী ২"-র ব্যবসা ঘোড়া ছুটেছে, তা নিচের এই হিসেব দেখলেই পরিষ্কার হয়ে যাবে।


মুম্বই-
বাহুবলী ২ : ৮৫ কোটি
সুলতান : ৬১.৫৯ কোটি


দিল্লি-
বাহুবলী ২ : ৪৫ কোটি
সুলতান : ৪০ কোটি


পঞ্জাব-
বাহুবলী : ২৭.৫০ কোটি
সুলতান : ২১.৯৬ কোটি


সপ্তাহ ঘোরার আগেই বলিউডের এক্সক্লুসিভ ৩০০ কোটির ক্লাবে এখনও পর্যন্ত ঢুকতে পেরেছে ৪টি ছবি। দঙ্গল, পি কে, বজরঙ্গি ভাইজান ও সুলতান। এবার সেই তালিকায় এখন আঞ্চলিক ছবি "বাহুবলী ২"-ও।


আরও পড়ুন, টপলেস আলিয়া! ছবি ভাইরাল