জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের দোষ, নাকি প্রকৃতির রোষ? সে প্রশ্ন অতীত। বাংলাদেশে বেনজির বন্যায় বানভাসি সে দেশের বেশ কিছু জেলা। ত্রিপুরায় গোমতী নদীর অববাহিকা এলাকায় রেকর্ড ভাঙা প্রবল বর্ষণ, আর তাতেই বাংলাদেশের ১২ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা-সহ ৯ জেলায় প্রায় ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। দিনকে দিন সংখ্যা আরও বাড়ছেই। এমতাবস্থায় সাহায্যের হাত বাড়ালেন জয়া আহসান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bangladesh Flood: একটুকরো 'মাটি'র খোঁজে...বন্যাবিধ্বস্ত বাংলাদেশের ভয়াবহ ছবি..


উৎকণ্ঠায় যখন গোটা দেশের মানুষ তখন ব্যতিক্রম নন তারকা শিল্পীরাও। ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ, যাদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জয়াও। পোস্টে জয়া লিখেছেন, ‘কোনও পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’


অভিনেত্রী আরও লেখেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব। ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত, আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে।’



আরও পড়ুন, Nepal Bus Accident: নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ১৪ ভারতীয়, আহত আরও ১৬...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)