নিজস্ব প্রতিবেদন:  করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের বিতর্কিত গায়ক নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু। গত এক সপ্তাহ ধরেই তিনি অসুস্থ বলে জানা যাচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের সংবাদমাধ্যম বিডি নিউজ ২৪ ডট কমের প্রতিবেদন অনুসারে, সপ্তাহ খানেক আগে ফরিদপুর মেডিকেল কলেজে নোবেলের বাবার করোনা টেস্ট করা হয়। টেস্টের রিপোর্ট এলে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে লেখা হয়েছে। প্রসঙ্গত, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোজাফফর হোসেন নান্নু। 


আরও পড়ুন-ভারতে এলেই গ্রেফতার! নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের ত্রিপুরায়



বিডি নিউজ ২৪ ডট কম-কে দেওয়া সাক্ষাৎকারে নোবেলের বাবা নান্নু জানান ''করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পর থেকেই আলাদা থাকছি। আমার শরীরিক অবস্থা আগের তুলনায় বেশ ভালো। সবার কাছে দোয়া চাই।''


এই মুহূর্তে তিনি নিজের গোপালগঞ্জের বাড়িতেই রয়েছেন, তবে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকছেন। আর নোবেল রয়েছেন তাঁর ঢাকার ফ্ল্যাটে। 


আরও পড়ুন-নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, RAB-এর জেরায় কী বললেন বাংলাদেশের গায়ক নোবেল?