নিজস্ব প্রতিবেদন : রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা' নয়, প্রিন্স মাহমুদের গাওয়া সোনার বাংলা গানটিই বাংলাদেশকে অনেক বেশী করে চিনিয়ে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীত রূপক অর্থে অনেক কিছু বুঝিয়ে দেয় ঠিকই, কিন্তু প্রিন্স মাহমুদের এই গান তার চেয়ে অনেক বেশী করে বাংলাদেশের মানুষের আবেগকে তুলে ধরে। একটি টেলিভিশন শো-এর সাক্ষাতকারে এবার এমনই দাবি করে বসলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : ​দিয়া-সাহিলের বিচ্ছেদের জন্য দায়ী বলিউডের এই সেলেব?
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার বাংলা' গানটির তুলনায় প্রিন্স মাহমুদের গান 'সোনার বাংলা' অনেক বেশী করে নাকি সেই দেশকে চেনায়। এটা অবশ্যই তাঁর ব্যক্তিগত মতামত। শুধু তাই নয়, তাঁর এই মন্তব্যের বিরোধিতাও অনেকে করতে পারেন বলেও সাক্ষাতকারে জানান নোবেল। এমনকী, প্রিন্স মাহমুদের এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার দাবিতে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলও করা হয়েছিল বলেও দাবি করেন নোবেল।
শুনুন কী বললেন নোবেল...




বাংলাদেশের জনপ্রিয় গায়কের এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে জোর বিতর্ক। নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। জোর সমালোচনা শুরু হয়েছে তাঁকে নিয়ে।