নিজস্ব প্রতিবেদন : শ্যুটিং বন্ধ বেশ কয়েক মাস ধরে। ফলে পরিবার নিয়ে মুম্বইতে থাকা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সেই কারণে মুম্বই থেকে পঞ্জাবে ফিরে যেতে চান। সেখানে গিয়েযে কোনও কাজ করে সংসার চালাতে চান বলে আবেদন করেছিলেন বেগুসরাই অভিনেতা রাজেশ কারির। নিজের ফেসবুক হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন রাজেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেগুসরাই অভিনেতার ওই আবেদনে পর তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজেশ কারির-এর পর্দার মেয়ে শিবাঙ্গী যোশী। জানা যাচ্ছে, রাজেশের ওই আবেদনের পর তাঁর অ্যাকাউন্টে নগদ ১০ হাজার জমা করেন শিবাঙ্গী। এক সময়ের অভিনেত্রীর কাছ থেকে ওই সাহায্যে পেয়ে আপ্লুত রাজেশ।


আরও পড়ুন : 'আমি বাঁচতে চাই', লকডাউনে বন্ধ শ্যুটিং, সাহায্যের আর্তি টেলি অভিনেতার


তিনি বলেন, শ্যুটিং সেটে যখন শিবাঙ্গীর সঙ্গে কাজ করতেন, তখন বেশি সখ্যতা ছিল না তাঁদের মধ্যে। তা সত্ত্বেও যে শিবাঙ্গী এগিয়ে এসে তাঁকে সাহায্য করেন, তার জন্য আপ্লুত তিনি।


প্রসঙ্গত, সম্প্রতি 'আমি বাঁচতে চাই' বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সাহায্য প্রার্থনা করে ভিডিয়ো শেয়ার করেন রাজেশ কারির। তাঁর ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে লকডাউনে টেলি টাউনের কী অবস্থা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে।