নিজস্ব প্রতিবেদন: বাংলা সিনেপ্রেমীদের কাছে ১৯শে এপ্রিল একটি বিশেষ, কারণ এই তারিখ শিরোনামে যে ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে, সেই ছবি বদলে দিয়েছিল বাংলা সিনেমার মানচিত্র। মা মেয়ের সম্পর্ক নিয়ে এরকম ছবি তার আগে তৈরি হয়নি টলিউডে। ১৯৯২ সালে ঋতুপর্ণ ঘোষ(Rituporno Ghosh) তৈরি করেছিলেন তাঁর প্রথম ছবি কিন্তু তার ঠিক দুবছর পর যখন মুক্তি পেল উনিশে এপ্রিল(Unishe April), তা শুধু বাঙালি দর্শকের কাছে ঋতুপর্ণর জনপ্রিয়তাই বাড়িয়ে দিল তা নয়, এই ছবির হাত ধরে প্রথমবার জাতীয়স্তরে প্রশংসিত হয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেরা ফিচার ফিল্ম হিসাবে জাতীয় পুরস্কার(National Award) পেয়েছিল ১৯শে এপ্রিল। এই ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান দেবশ্রী রায়(Debashree Roy)। এই ছবির আগে ঋতুপর্ণকে চিনতেনই না দেবশ্রী রায়। বিয়েবাড়িতে দেখা হতেই ছবির অফার করেছিলেন দেবশ্রীকে। অন্যদিকে প্রথম থেকেই এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন অপর্ণা সেন(Aparna Sen)। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি অন্যতম প্রযোজকও ছিলেন তিনি। 


একটা ফাঁকা বাড়িতেই সেট সাজিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাঁদের শুটিংয়ের পরেই সেই বাড়ি ভেঙে ফ্ল্যাট তোলার কথা ছিল প্রোমোটারের। তাই টানা এই ছবি শুট শেষ করেছিলেন পরিচালক। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। পোস্ট প্রোডাকশনে এসে যান্ত্রিক ত্রুটির কারণে ডিলিট হয়ে যায় সাতদিনের শুটিং। এদিকে বাড়ি ভেঙে দেওয়ার পরিকল্পনা করছেন প্রোমোটার তিনি আর শুটিংয়ের সময় দিতে নারাজ। দিশেহারা পরিচালক ঋতুপর্ণ, ফোন করেন দেবশ্রী রায়কে। তাঁকে অনুরোধ করেন যাতে তিনি ও অপর্ণা সেন যেন একটু কথা বলেন প্রোমোটারের সঙ্গে। যেহেতু তাঁরা স্টার তাই তাঁদের কথা শুনতেও পারেন প্রোমোটার। এরপর অপর্না সেন ও দেবশ্রী রায় অনুরোধ করেন প্রোমোটারকে আর তাঁদের অনুরোধ রাখেন ঐ ব্যক্তি। ফের শুরু হয় দ্বিতীয়বারের শুটিং। 


আরও পড়ুন: Churni Ganguly: 'এসেই জড়িয়ে ধরেন রণবীর,বাংলাতেই কথা বলেন জয়াজি','রকি অউর রানি...'র অন্দরের গল্প শোনালেন চূর্ণী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)